ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২৯, ২০ মার্চ ২০১৬

টুকরো খবর

সম্মেলন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার দুপুরে প্লাজা কমিউনিটি সেন্টারে মাধ্যমিক শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক কায়সার রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার। সমিতির সভাপতি অধ্যক্ষ আয়নুল ইসলাম সভাপতিত্ব করেন। বিচার দাবি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ নগরীর রায়নগরে প্রতিপক্ষের হামলায় নিহত বিপ্লব রায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে নগরীর মিরাবাজারে ‘সিলেটবাসী’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিপ্লবের পরিবারের সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বোনের সঙ্গে যৌন হয়রানির প্রতিবাদ করায়ই বিপ্লব খুন হয়েছেন। ডাকাতি স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ শনিবার ভোরে নগরীর টিলাগড় রাজপাড়া মুজিবুর রহমান বাবুল বেগের সুরভী ৪নং বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কারসহ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে যায়। জানা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা প্রথমে তার বাড়ির দরজা ভেঙ্গে ভেতর প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা তাদের মারধর করে ঘরে থাকা ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ মালপত্র লুটে নেয়।
×