ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সার্ভারে হ্যাকাররা ম্যালওয়্যার বসিয়েছে দুই সপ্তাহ আগে

প্রকাশিত: ০০:৫৫, ১৯ মার্চ ২০১৬

সার্ভারে হ্যাকাররা ম্যালওয়্যার বসিয়েছে দুই সপ্তাহ আগে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভের অর্থ চুরির ঘটনার প্রায় ২ সপ্তাহ আগে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ম্যালওয়্যার বসায়। কেন্দ্রীয় ব্যাংক নিয়োজিত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফায়ার আই ও ওয়ার্ল্ড ইনফরমেটিক্সের প্রাথমিক তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সিস্টেম থেকে চলে যাওয়ার সময় হ্যাকাররা কম্পিউটারের লগও মুছে ফেলে। এদিকে, ফিলিপাইনের সংবাদমাধ্যমকে দেশটির সিনেটর সের্গেই ওসমেনা জানিয়েছেন, অর্থ চুরির ঘটনায় রিজাল ব্যাংকের জুপিটার শাখার ম্যানেজার মাইয়া সান্তোস দিগুইতো প্রধান দায়ী ব্যক্তি নয়। তবে তার সাক্ষ্য বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে।এ ঘটনায় তারা ফিলিপাইনের ব্যবসায়ী কিম অং-কে মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করছেন। এই কিমের নির্দেশেই দিগুইতো ওইসব অ্যাকাউন্ট খোলে এবং রেমিটেন্স কোম্পানি ফিলরেমের সেবা নেয় বলেও জানান ওসমেনা। আরেক সিনেটর তেয়োফিস্তো গুইংগোনা বলেন, রুদ্ধদ্বার শুনানিতে দিগুইতো জানান, অর্থ চুরির ঘটনায় তিনি ছাড়াও রিজাল ব্যাংকের আরো দুই কর্মকর্তা জড়িত। যে অ্যাকাউন্টটি ব্যবহার করে অর্থ সরানো হয়েছে ওই অ্যাকাউন্টের মালিক উইলিয়াম গো জুপিটার শাখার ম্যানেজার ও সাবেক কর্মকর্তা অ্যাঞ্জেলা তোরেসের বিরুদ্ধে সই জালের অভিযোগে মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি। এদিকে, রিজার্ভের অর্থচুরির ঘটনার পর ফিলিপাইনের অর্থ ব্যবস্থার দুর্বলতা নিয়ে কঠোর সমালোচনা হয়েছে দেশটির ইনকোয়ারার পত্রিকার সম্পাদকীয়তে। এতে কালো টাকা ও অর্থপাচার রোধে দেশটির আইন ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়। কেন্দ্রীয় ব্যাংক ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল যথাসময়ে যথাযথ ব্যবস্থা নিতে পারেনি বলেও মন্তব্য করা হয় এতে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় একের পর এক বেরিয়ে আসছে খুঁটিনাটি নানা তথ্য।
×