ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তৃতীয় ধাপে ৭১২ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী চূড়ান্ত আওয়ামী লীগের

প্রকাশিত: ০৮:১৭, ১৯ মার্চ ২০১৬

তৃতীয় ধাপে ৭১২ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী  চূড়ান্ত আওয়ামী লীগের

বিশেষ প্রতিনিধি ॥ টানা সাতদিন বৈঠক করে তৃতীয় ধাপের ৭১২ ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রত্যেকটিতে চেয়ারম্যান পদে প্রার্থিতা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার/ ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়। আজ শনিবার বিকেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত সব প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করা হবে। সন্ধ্যা সাতটায় গণভবনে বৈঠকটি শুরু হয়ে রাত এগারোটা পর্যন্ত চলে। বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, এ্যাডভোকেট আবদুল মান্নান খান, ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বিপুল অর্থ লোপাটের ঘটনায় সদ্য পদত্যাগকারী গবর্নর আতিউর রহমান ও এনবিআর সম্পর্কে একটি জাতীয় দৈনিকে প্রদত্ত সাক্ষাতকারের কঠোর সমালোচনা করেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, স্পর্শকাতর বিষয়ে এক মন্ত্রীর এমন বক্তব্য কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এতে সরকারেরই ভাবমূর্তি ক্ষুন্ন হয়। বৈঠক সূত্র জানায়, শুক্রবারের বৈঠকে তৃতীয় ধাপের অবশিষ্ট ইউনিয়ন পরিষদের প্রার্থিতা চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে তৃতীয় ধাপের ৭১২ ইউপিরই দলীয় প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। আজ শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। ঘোষণার পর ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে দল মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বরাবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করা হবে।
×