ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পেঁয়াজ ও ডিমের দাম কমেছে, বেড়েছে সবজির

প্রকাশিত: ০৮:০৫, ১৯ মার্চ ২০১৬

পেঁয়াজ ও ডিমের দাম কমেছে, বেড়েছে সবজির

অর্থনৈতিক রিপোর্টার ॥ পেঁয়াজ ও ডিমের দাম কিছুটা কমলেও বেড়েছে সবজির দাম। শীতকালীন সবজি ফুরিয়ে আসছে। বাজারে আসছে গ্রীষ্মকালীন শাক-সবজি। তবে এই সবজি বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে ক্রেতাদের। ডাল এবং আলুর দামও কিছুটা বাড়তির দিকে। স্থিতিশীল রয়েছে চাল, ভোজ্যতেল, চিনির দাম। বেড়েছে ইলিশ মাছের দাম। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। বিক্রেতারা জানান, সরবরাহ কমে যাওয়ায় এ সপ্তাহে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে সবজির। টমেটো গত সপ্তাহের চেয়ে পাঁচ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। পাকা টমেটো ৩০ টাকা কেজি, আধাপাকা ৪০ টাকা। কাঁচা মরিচ কেজি এ সপ্তাহে ৬০ টাকা, গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকা। ১০ টাকা বেড়েছে শিম, পটল, ঢেঁড়শের কেজিতে। শিম, পটল ও ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। অপরিবর্তিত রয়েছে করলা (৪০ টাকা), বেগুন (৪০-৬০ টাকা), পেঁপে (২৫ টাকা) এবং শসার (৩৫ টাকা) দাম। গত সপ্তাহ থেকে ডালে কেজিতে ১০ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। মসুরির ডাল দেশী ১৪০ টাকা, আমদানি করা ১শ’ থেকে ১১০ টাকা এবং ক্যাঙ্গার ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পেঁয়াজ ও ডিমের দাম এ সপ্তাহে কিছুটা কমেছে। দেশী পেঁয়াজ ৩০ টাকা, আমদানি করা ২২ থেকে ২৪ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ফার্মের মুরগির ডিমের হালি ৩০ টাকা, ডজন ৯০ টাকা। দেশী মুরগির ডিমের হালি ৫০ টাকা, ডজন ১৫০ টাকা। হ্াসের ডিমের হালি ৪০ টাকা, ডজন ১২০ টাকা। অপরিবর্তিত দামে বিক্রি হচ্ছে রসুন। দেশী প্রজাতির মাছের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে ইলিশ মাছের দাম। প্রতিটি এককেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ থেকে ২ হাজার টাকায়। এছাড়া গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
×