ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছে নগরজুড়ে

প্রকাশিত: ০৬:৪৮, ১৯ মার্চ ২০১৬

মোটরসাইকেল দাপিয়ে বেড়াচ্ছে নগরজুড়ে

রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল। ঘটছে দুর্ঘটনা। ট্রাফিক বিভাগের উদাসীনতাই নিয়ম না মানার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ পথচারীদের। লোকবলের স্বল্পতায় যথাযথ আইন প্রয়োগ সম্ভব হয়না বলে দাবি ট্রাফিক বিভাগের। শুধু আইন প্রয়োগ নয়, বাড়াতে হবে সামাজিক সচেতনতা, মত নগর পরিকল্পনাবিদদের। নিয়মমতো সব গাড়িই দাঁড়িয় সিগন্যালে। শুধু নিয়ম নেই যেন মোটরসাইকেলের। কখনো এগিয়ে চলছে একেবেঁকে ফুটপাথে পথচারীদের ঝুঁকিতে ফেলে। শুধু ফুটপাথই নয়, রাজপথেরও আতঙ্ক এই দুই চাকার যান। উল্টো পথে, কখনও নিষিদ্ধ বাঁকে মোড় নিয়ে, কখনও আবার বিপজ্জনক গতিতে দাপিয়ে বেড়াচ্ছে নগরজুড়ে। প্রতিদিনকার এই উৎপাতে সাধারণ পথচারীরা তাই জানালেন ক্ষোভের কথা। দেশের সর্বোচ্চ আদালত ফুটপাথে যান চলাচল বন্ধে রুল জারি করার পরও এখনও তা চলছে ট্রাফিক বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার বনজ কুমার মজুমদার অবশ্য দায় চাপালেন, আইন প্রয়োগে লোকবল স্বল্পতাকে। বিআরটিএ হিসাব অনুযায়ী, দেশের ছয় দশমিক সাত ভাগ দুর্ঘটনার জন্য দায়ী মোটরসাইকেল। এ অবস্থায় নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলছেন, এ দ্বিচক্র যানের দৌরাত্ম্য কমাতে কার্যকর ভূমিকা নিতে হবে ট্রাফিক বিভাগকেই। মোটরসাইকেলের বেপরোয়া ব্যবহার বন্ধে জরিমানা বাড়িয়ে আইন সংশোধন প্রস্তাবের কথা জানালেন ট্রাফিক বিভাগ। তবে, বিশেষজ্ঞরা মনে করেন, এর আরোহী বা চালককেই সচেতন হতে হবে সবার আগে। -স্টাফ রিপোর্টার
×