ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমানবন্দর না দরগাহ!

প্রকাশিত: ০৬:৪৭, ১৯ মার্চ ২০১৬

বিমানবন্দর না দরগাহ!

স্টাফ রিপোর্টার ॥ লাল রঙের এক গাদা দানবাক্স আর তার পাশে টাকার স্তূপ। দেখেই হয়ত চোখ আটকে যাবে। ঢাকায় শাহজালাল বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলছেন, সম্প্রতি বিমানবন্দরে বিভিন্ন দরগার নাম লেখা ৫২টি বাক্স খুলে ফেলা হয়েছে। তনি বলছেন, ‘কে বা কারা এগুলো ঝুলিয়ে রেখে যায় তার হদিস পাওয়া যায় না। আর অনেকে না বুঝে বিদেশে যাওয়ার আগে মনের দুর্বলতা থেকে এখানে টাকা ঢুকিয়ে দেয়। এটা কি বিমানবন্দর নাকি কোন বাবার দরগাহ।’ তিনি বলছেন, একটি বিমানবন্দরের জন্য এগুলোকে ঝুঁকি বলে মনে হয়েছিল। তাই এগুলো খুলে ফেলার সিদ্ধান্ত হয়। মি ইউসুফ বলছেন, ‘এ রকম বাক্সের মধ্যে চাইলে কত কিছুই না রেখে যাওয়া সম্ভব।’ বাক্সগুলোতে যে টাকা ছিল সেগুলো ঘটা করে বের করা হয়েছে। আর তার ছবি দিয়ে একটা পোস্টও দেয়া হয়েছে ‘ম্যাজিস্ট্র্রেট, অল এয়ারপোর্ট অব বাংলাদেশ’ এই ফেসবুক পাতায়। বিমানবন্দরে নাকি একটি চক্র আছে যারা এ রকম বাক্স দিয়ে ভাল টাকা কামিয়ে নিচ্ছে। মি ইউসুফ বলছেন, ‘যখন আমরা বাক্সগুলো নামানো শুরু করলাম, আমাদের কাছে খবর এলো বাকিগুলো কে বা কারা খুলে নিতে শুরু করেছে। তা না হলে আরও পাওয়া যেত।’ বাক্সগুলো থেকে তাই টাকা পাওয়া গেছে মোটে সাত-আট হাজার। যা আপাতত জমা আছে। যেহেতু এগুলো দানের টাকা তাই হয়ত এগুলো আবার দানই করা হবে।
×