ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল সার্ভিলেন্স সিস্টেম

প্রকাশিত: ০৬:৪৫, ১৯ মার্চ ২০১৬

ডিজিটাল সার্ভিলেন্স সিস্টেম

গল্পটি হয়ত অনেকের কাছে বাস্তব নাও হতে পারে, কারণ আসলেই এমন কোন প্রযুক্তি বা সার্ভিস এটিএম বুথগুলোতে সেট করা হয়নি যে, গ্রাহক নিরাপত্তা বা মানি ট্রানজেকশনের নিরাপত্তা দেয়া সম্ভব। কিন্তু বাস্তবে এর থেকেও আধুনিক প্রযুক্তি নিয়ে এসেছে একজন স্বপ্নবাজ মানুষ জাকির উদ্দিন আহমেদ। তিনি আমেরিকায় বিভিন্ন ডিজিটাল নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ নিয়েছেন এবং বর্তমানে দেশে ফিরে এসে গড়ে তুলেছেন নিরাপত্তাবিষয়ক কনসাল্টিং ফার্ম। যার নাম জেড এম ইন্টারন্যাশনাল। বিশ্বের বর্তমান আধুনিক প্রযুক্তি ডিজিটাল ব্যাংকিং সিকিউরিটি ও সার্ভিলেন্স সিস্টেমের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ্বের সব উন্নত রাষ্ট্রগুলো তাদের দেশের নিরাপত্তায় কি প্রযুক্তি ব্যবহার করে এবং নাগরিক জীবনে নিরাপত্তা প্রদানে কি সব প্রযুক্তি ব্যবহার হয়, তারই একটি ব্যবহারিক রূপ জনকণ্ঠের সামনে তুলে ধরেন। ডিজিটাল ব্যাংকিং নিরাপত্তা ব্যবস্থা ব্যাংকের ইলেক্ট্রনিকস কার্ড হোল্ডার ব্যবহারকারীরা সুবিধা পাবেন যদি ব্যাংকে মিনি এটিএম পিওএস এনভিআরসহ সেন্ট্রাল সলিউশান থাকে। মিনি এটিএম ও পিওএস এমন একটি প্রযুক্তি যা এটিএম বুথের মধ্যে স্থাপন যোগ্য এবং চেইন সুপার শপের ক্যাশ কাউন্টার মেশিনের সমস্ত লেনদেনের সকল প্রকার তথ্য মনিটরিং এবং ব্যবস্থা করা যায়, যা প্রত্যেকটি কার্ড হোল্ডারের সম্পূর্ণ নিরাপত্তা প্রদানে সহায়ক। যর মাধ্যমে প্রতিটি কার্ড হোল্ডারের লেনদেনের সম্পূর্ণ তথ্য ভিডিওসহ নির্দিষ্ট সার্ভারে সংরক্ষণ করে। কাস্টমারদের অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে অপরাধী শনাক্তকরণে সম্ভব হয়, যা ব্যাংক ও সুপারশপ গুলো অনায়াসে তথ্যসহ ভিডিও ফুটেজ দিতে পারে। ব্যাংকের এটিএম বুথের জন্য এই মিনি ডিভিআর থেকে ২টি ভিডিও ক্যামেরা সংযোগ করা যা, যা একটি সামনে এবং একটি পেছনে স্থাপন করতে হয়। যার মাধ্যমে কার্ড হোল্ডারকারী বুথের টাকা প্রদানকারীর সকল তথ্য সংরক্ষণ থাকবে। এছাড়াও সংশিষ্ট কর্তৃপক্ষের সদস্যরা যখন মেশিনে কাস্টমারদের জন্য টাকা লোড করেন তার সকল ডাটা ভিডিওসহ সংরক্ষণ করে রাখার ব্যবস্থা আছে। এই সিস্টেমের মাধ্যমে ব্যাংকের হেড অফিস, শাখা অফিস, এটিএম বুথসহ টাকা বহনকারী গাড়ির সমস্ত তথ্য সংরক্ষণ, পর্যবেক্ষণ এবং তথ্য প্রদানে সম্পূর্ণরূপে উপযোগী। উদাহরণ স্বরূপ বলা যায়, প্রতিবেশী দেশ ভারতের এক্সিস ব্যাংক এই সিস্টেমের অনুকরণ করে তৈরি করা হয়েছে। এই সিস্টেমের সফটওয়্যার এর বিশেষ কিছু বৈশিষ্ট্য হলো : -ভিএমএস/সিএমএস/পলাটফর্ম, এলার্ম ম্যানেজার, ভিডিও ব্যাকআপ, সফটওয়্যার ডি ওয়ার্প, ভিএইচডি টেকনোলোজি, এডাপটিভ ভিডিও স্ট্রিম। মোবাইল এনভিআর মোবাইল এনভিআর এমন একটি নতুন প্রযুক্তি যার মাধ্যমে বাংলাদেশের সকল প্রকার পরিবহনের গতি ও তাৎক্ষণিক অবস্থানের সকল ডাটাসহ লাইভ ভিডিও ফুটেজ সংরক্ষণ করা, মনিটরিং করা যায়। এই সিস্টেমের মাধ্যমে সরকারী ও বেসরকারী যে কোন প্রতিষ্ঠানের পরিবহনকে সু-নজরদারির মধ্যে রাখা সম্ভব। যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি সড়ক, নৌ ও রেল পথের যে কোন প্রকার দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে তা শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া সম্ভব। এই ডিভাইসটির ডাটা কানেকটিভিটির ক্ষেত্রে যে কোন মোবাইল ফোন অপারেটর এর থ্রী জি/ফোর জি সিম দ্বারা সম্ভব। যার মধ্যে আরও রয়েছে ওয়াইফাই ল্যান কানেকটিভিটি সুবিধা, যা পৃথিবীতে নতুন উদ্ভাবন। এই ডিভাইসটির বিশেষ বৈশিষ্ট্য জিপিএস ট্রাকিং/মনিটর/স্মার্ট/পাওয়ারফুল এলার্ম, সংঘটিত সকল অপরাধের তথ্য প্রমাণ পাওয়া যায়। ডিভাইসটিতে ২/৪/৮ টি করে ক্যামেরা সংযোগ করা যায়। টু ওয়ে ওডিও কমিউনিকেশন, তাৎক্ষণিক ই-টিকিটিং মনিটরিং সুবিধা। অগ্নি দুর্ঘটনা রোধে ডিজিটাল সিস্টেম অগ্নি দুর্ঘটনা সংঘটিত হওয়ার পূর্ব বার্তা প্রেরণে জেড এম ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে আধুনিক ফায়ার এলার্ম সিস্টেমসহ জিএসএম মডিউল। যার মাধ্যমে যে কোন প্রকার অগ্নি দুর্ঘটনা রোধে পূর্ববর্তী সতর্কতা প্রদান ও ডিজিটাল মনিটরিং ব্যবস্থা করা সম্ভব। এছাড়াও সংশ্লিষ্ট বাহিনী এই প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক সেবা দিতে সম্ভব। নতুন উদ্ভাবিত অগ্নিনির্বাপক সামগ্রী জাপানী প্রযুক্তিতে তাইওয়ান এর ইঙঔঙ-খরয়ঁরফ ঞবপয ওহফং. ঈড়ৎঢ়ড়ৎধঃরড়হ-এ উৎপাদিত নতুন উদ্ভাবিত অতি সহজে ব্যবহারযোগ্য ওঈঊ ঋওজঊ, অঋঙ এবং ঋওজঊ কওঘএ অগ্নিনির্বাপক সামগ্রী বাংলাদেশে নিয়ে এলো জেড.এম. ইন্টারন্যাশনাল। এই সকল পণ্যের দ্বারা ৩-৫ টাকা দৈনিক খরচে মহামূল্যবান নানান সম্পদ রক্ষা করাসহ নিজেও আগুন থেকে বাঁচার সুযোগ পাওয়া যায়। জেড এম ইন্টারন্যাশনাল বাংলাদেশে উপরোল্লেখিত সকল টেকনোলোজিসহ ডিজিটাল মনিটরিং ব্যবস্থা নিয়ে এসেছে। যা এখনকার সময়ে আধুনিক বিশ্বে সময় উপযোগী প্রযুক্তি। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো সর্বশেষ এই প্রযুক্তিগুলো ব্যবহার করে নাগরিকদের নিরাপত্তা সুরক্ষিত করেছে, যা আমাদের বাংলাদেশের প্রতিটি নাগরিকের উপকারে এসে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারে। অগ্নি দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনাসহ সামাজিক নানা প্রকার অসুবিধা সমাধানে এই প্রযুক্তি ব্যবহারে সমাধান মিলবে। জেড এম ইন্টারন্যাশনাল বিগত ২০১০ সাল থেকে সেফটি ও সিকিবুরিটি বিষয়ক পণ্য ও সেবা বিপণন করে আসছে। জেড এম ইন্টারন্যাশনালের পণ্য ও সেবার মধ্যে-ডিভিআর/এনভিআর এর সঙ্গে সিসিটিভি/আইপি সিসিটিভি সল্যুশন, এনভিআর এর মাধ্যমে সিটি সার্ভেইল্যান্স সল্যুশন, অটো ফায়ার ডিটেকটিং ও সেন্ট্রাল এলার্ম ম্যাজেমেন্ট সিস্টেম, সেন্ট্রাল পিএ সিস্টেম, ডাইভিং ইকুইপমেন্টস, এয়ার কমপ্রেসর ইত্যাদি। আর ওয়েব সুবিধায় থাকছে সকল সুবিধা ও পরামর্শ িি.িুসরহঃষ.পড়স , িি.িভধপবনড়ড়শ.পড়স/ুসরহঃষ.নফ আইটি ডটকম ডেস্ক
×