ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ০৬:৪২, ১৯ মার্চ ২০১৬

কবিতা

সেই ছেলেটি আ.ফ.ম. মোদাচ্ছের আলী মধুমতি নদীর পাড়ে টুঙ্গিপাড়া গ্রাম জন্ম নিল একটি ছেলে খোকা ছিল নাম। পদ্ম ফোটা দীঘির মত সেই ছেলেটির চোখ মায়ায় ভরা দেশের প্রতি ভীষণ রকম ঝোঁক। বড় হয়ে সেই ছেলেটি শেখ মুজিবুর নামে ঘুরে বেড়ায় দেশ জুড়ে সে শহর বন্দর গ্রামে। সেই ছেলেটির বজ্রবাণী আর দেবোনা ছাড় ঘুঘু তুমি ধান খাবেনা ঘুরে বারে বার। বীরের জাতি নামলো মাঠে করলো স্বাধীন দেশ সেই দেশেরই নেতা পিতা মুজিবুরই শেষ। শিশুদিবস শিউল মনজুর আজ জনকের জন্মদিন, আজ শিশুদিবস কী যে খুশি করবো মোরা ছুটোছুটি জনক মোদের সবার প্রিয় শ্রেষ্ঠ বাঙালি তাঁকে নিয়ে করছি পালন দিবসটি। এই জনক বিশ^সেরা কল্পলোকের ছবি, লক্ষপ্রাণের গল্পগাথা বাংলাদেশের কবি। এই জনকের বুকটা ছিল বিশাল বাংলার মাটি আর আসমান এই জনকের নামটা হৃদয়জুড়ে থাকে নদীর মতো বহমান। আজ জনকের জন্মদিন আজ শিশুদিবস আনন্দ মোদের অফুরান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় তুমি শেখ মুজিবুর রহমান। শিশুর অধিকার আবেদীন জনী শিশুর চোখের স্বপ্নগুলো কেউ নিয়ো না কেড়ে সুস্থ সবল দেহে- মনে শিশু উঠুক বেড়ে। শিশুর মনে হাজার হাজার সুপ্ত স্বপ্ন-জাল ভবিষ্যতে ধরবে ওরা এই দেশেরই হাল। ক্ষুণœ যেন না হয় কভু শিশুর অধিকার নাচুক ওরা হাসুক ওরা ভাসুক ঠোঁটের পাড়। আলোকিত শিশু ফারহানা মোবিন তুমি এলে জাতির পিতা এই বাংলার কোলে, তোমার আলো ছড়িয়ে গেল বাংলার মাটি ও জলে। পুরো জীবন জুড়ে তোমার ,আলোর সংগ্রাম, আমরা শিশু, আমরা হবো তোমার মতো মহান। আমরা হতে চাই আকাশের মতো বড়, বিধাতা, আমাদের ভালো মানুষ হিসেবে গড়ো। আমরা শিশু, আজ আমাদের শপথ নেবার দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো হবো চির নবীন। আমরা শিশু, আমরা কচি আমরা সরল সাদা, আলোকিত মানুষ হয়ে দূর করবো বাধা। আমরা শিশু, আমরা কাঁচা আমরা কোমল প্রাণ, আলোকিত মানুষ হয়ে বাড়াবো দেশের মান। মহানায়কের জন্মদিনে শিবুকান্তি দাশ আজকে খুশির বান ডেকেছে সোনার দেশে পাখিরা গায় ডালে ডালে হাওয়ায় ভেসে মেঘ উড়ে যায় দূর আকাশে মিষ্টি হেসে মেঘের রাণী রঙীন সাজে মিলল এসে। ঢেউ খেলানো নীল সাগরের জলের রাশি মেঘকে বলে দাঁড়াও খানিক আমিও আসি ঝড়ঝঞ্ঝা নেইকো কোন রোদের হাসি এমন দিনে শুধুই ভালোবাসা বাসি। আজ সতেরোই মার্চ তারিখে জন্ম খোকার প্রিয় নেতা প্রিয় মানুষ তোমার আমার তাঁর ডাকে সব দেশের মানুষ অস্ত্র কাঁধে একাত্তরে স্বাধীনতার যুদ্ধ বাধে। দেশকে স্বাধীন করবে বলে ঘর ছাড়ে সব র্দীঘ ন’মাস যুদ্ধ শেষে আনন্দ উৎসব স্বাধীনতার মহানায়ক, শেখ মুজিবুর জন্মদিনে আজকে আবার সেই আনন্দ -সুর।
×