ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মৌলিক সুর করতে চাই : রেজোয়ান শেখ

প্রকাশিত: ০৬:২৮, ১৯ মার্চ ২০১৬

মৌলিক সুর করতে চাই : রেজোয়ান শেখ

স্টাফ রিপোর্টার ॥ বছর তিনেক আগে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন এই সময়কার অন্যতম জনপ্রিয় সুরকার রেজোয়ান শেখ। নিজস্ব সুর আর সঙ্গীতায়োজনে নতুনত্ব ও মেধার পরিচয় দিচ্ছেন প্রতিনিয়ত। বিশেষ করে বিভিন্ন শিল্পীর জন্য নতুন নতুন সুর করা নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এর ফলে বর্তমানে সময়ে যে কয়েকজন গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তাদের মধ্যে রেজওয়ান শেখ অন্যতম। তিনি গান গাওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করে থাকেন। তিনি ব্যস্ত সময় পার করছেন অডিও এবং চলচ্চিত্র দু’মাধ্যমেই। তবে এর মধ্যে নিজেকে মোটামুটি প্রতিষ্ঠিত সুরকার হিসেবে জানান দিয়েছেন তিনি। এখন পর্যন্ত তার সুরে গেয়েছেন সময়ের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী। তাদের মধ্যে ফেরদৌস ওয়াহিদ, শফিক তুহিন, কাজী শুভ, বেলাল খান, লুৎফর হাসান, ইলিয়াস হোসেন, মিলন, অরিন, লেমিস, তৌসিফ, অয়ন চাকলাদার অন্যতম। এছাড়াও তার সঙ্গীতায়োজনে গেয়েছেন স্বনামধন্য সঙ্গীতজ্ঞ কুমার বিশ্বজিৎ। কাজ করেছেন সময়ের সব জনপ্রিয় গীতিকারদের রচিত গানে। এর মধ্যে জাহিদ আকবর, অনুরূপ আইচ, লুৎফর হাসান, রবিউল ইসলাম জীবন, জিয়াউদ্দিন আলম, এ মিজান, রাকিব হাসান রাহুল, স্নেহাশীষ ঘোষ, সজীব শাহরিয়ার, এসএইচ শহীদসহ অনেকেই রয়েছেন। একই সঙ্গে সুর এবং সঙ্গীতায়োজনের কাজ করলেও নিজেকে সুরকার হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এ প্রসঙ্গে রেজোয়ান শেখ জনকণ্ঠকে বলেন, প্রতিনিয়ত আমার ভেতরে সুর খেলা করে। সব সময় চেষ্টা করি ভিন্নধারার কিছু করার। আমার কাছে সঙ্গীতায়োজনটা অলঙ্কারের মতো। একটা লিরিকের ওপর সুর বসানোর পর তাতে অলঙ্কার হিসেবে সঙ্গীতায়োজন করি। তবে নিজের সুরটাকে প্রতিষ্ঠিত করতে চাই আমি। রেজোয়ানের সঙ্গীতে ইলিয়াস হোসাইনের গাওয়া ‘হৃদয় পুড়ে যায়’, মিলনের কণ্ঠে ‘জানে জিগার’, কাজী শুভ-স্মরলিপির কণ্ঠে ‘বুকের পাখি’সহ প্রভৃতি গান বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। সাম্প্রতিক ব্যস্ততার প্রসঙ্গে তিনি বলেন, ইলিয়াস হোসেনের সলো, বৈশাখকে সামনে রেখে আমার ফিচারিংয়ে তারকা সঙ্গীতশিল্পীদের বহুল মিশ্র এ্যালবামসহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় শিল্পীদের সলো ও মিশ্র এ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত আছি। পাশাপাশি সম্প্রতি শেষ করলাম অনন্য মামুন ভাইয়ের ‘ব্ল্যাকমেইল’ চলচ্চিত্রের টাইটেল গানের কাজ। আশা করছি গানটি সবার ভাল লাগবে। এছাড়া বেশকিছু চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছি। ২০১৩ সালে ‘হৃদয় গভীর’ মিশ্র এ্যালবামে সঙ্গীত পরিচালনার মাধ্যমে রেজোয়ান শেখের সঙ্গীত জগতে আগমন। এর পর তার সঙ্গীত পরিচালনায় ‘অন্তরালে’, ‘নিজের মাঝে’সহ একাধিক সফল এ্যালবাম শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। গত বছর তার ও ফারাবীর গাওয়া ‘পুরোটাই আমার’ শিরোনামের গানটি বেশ আলোচনায় আসে। সফল সঙ্গীত পরিচালক এআর রহমানের ভীষণ ভক্ত রেজোয়ান। তার নিজের একান্ত চেষ্টায় তিনি সফল সঙ্গীত পরিচালনার দিকে অগ্রসর হচ্ছেন। ভবিষ্যতে অডিওর চেয়ে তিনি চলচ্চিত্রের গানে বেশি মনোনিবেশ করতে চান। বাংলা গান নিয়ে তার স্বপ্নের কথা বলতে গিয়ে জানান, সারাজীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই। শ্রোতারা যে ধরনের গান পছন্দ করে, সে ধরনের গান বেশি বেশি করতে চাই। আমি চাই বাংলাদেশের গান সারাবিশ্বের মানুষের কাছে পৌঁছাক। আমি আরও স্বপ্ন দেখি, আমার সঙ্গীত পরিচালনায় দেশে ও দেশের বাইরের অনেক জনপ্রিয় শিল্পী গান গাইবে।
×