ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘মেঘবালিকা’

প্রকাশিত: ০৬:২৭, ১৯ মার্চ ২০১৬

নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘মেঘবালিকা’

স্টাফ রিপোর্টার ॥ ওশান এন্টারটেইনমেন্টের প্রযোজনায় সম্প্রতি নির্মিত হলো বিশেষ টেলিফিল্ম ‘মেঘবালিকা’। বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় শিল্পীদের অভিনয়ে টেলিফিল্মটি নির্মিত হয়েছে। এর মধ্যে ভারতের জনপ্রিয় অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, তথাগত এবং বাংলাদেশের অপ্সরা সূহি ও নাদের চৌধুরীসহ দু’দেশের অর্ধশত শিল্পী এতে অভিনয় করেছেন। টেলিফিল্মের কাহিনী লিখেছেন ভারতের প্রখ্যাত নাট্যকার প্রিয় চট্টপাধ্যায়। পরিচালনা করেছেন জিএম সৈকত। টেলিফিল্মটির নির্বাহী প্রযোজক এএস জুয়েল। টেলিফিল্মটি আসন্ন ঈদে যে কোন একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে নির্মাতা জানান, টেলিফিল্মটির প্রায় ৮০ শতাংশ কাজ বিমানের মধ্যে হয়েছে। এছাড়া রবীন্দ্রভারতী, রানী ভিক্টোরিয়া মেমোরিয়ালসহ ভারতের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে। আশা করি দর্শকরা নতুন আঙ্গিকের একটি কাজ দেখতে পাবে। টেলিফিল্মের অন্যতম অভিনেত্রী অপ্সরা সূহি বলেন, এ রকম একটি টেলিফিল্মে অভিনয়ের সুযোগ দেয়ার জন্য ওশান এন্টারটেইনমেন্ট এবং পরিচালককে ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতায় ভবিষ্যতে আরও ভাল কাজ করতে চাই। এদিকে, ওশান এন্টারটেইনমেন্টের নির্বাহী প্রযোজক এএস জুয়েল বলেন, আমরা সব সময় ভাল কিছু করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় ‘মেঘবালিকা’ টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। বরাবরের মতোই আমরা আশা করছি, ‘মেঘবালিকা’ টেলিফিল্মটি দর্শকদের আলাদা আনন্দ দেবে।
×