ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুঁটে কুড়ানি

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ মার্চ ২০১৬

ঘুঁটে কুড়ানি

শহুরে জীবনযাপনে অভ্যস্থ নাগরিকরা হয়ত ভুলে গেছেন ঘুঁটে কুড়ানিদের কথা। গল্পের মতো মনে হলেও আজও গ্রাম বাংলার আনাচে কানাচে দেখা মেলে তাদের। গরুর বিষ্ঠা বা গোবর শুকিয়ে ঘুঁটে বানিয়ে তা জ্বালানি হিসেবে বিক্রি করে বলেই ওরা ওই নামে পরিচিত। শুক্রবার রাজধানীর মিরপুর বেড়িবাঁধ থেকে এমন ঘুঁটে কুড়ানির ছবিটি তুলেছেন দৈনিক জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×