ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইফায় আলোচনা সভা ‘বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় ইতিহাস’

প্রকাশিত: ০৫:৪৮, ১৯ মার্চ ২০১৬

ইফায় আলোচনা সভা ‘বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় ইতিহাস’

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আব্দুল জলিল বলেছেন, বঙ্গবন্ধু শুধু একটি নাম নয় একটি ইতিহাস, যে ইতিহাস বাঙালীর হাজার বছরের। বাংলার মাটি ও ইতিহাস থেকে তাঁর সৃষ্টি। তিনি বলেন, বঙ্গবন্ধুর অনেক উদ্যোগের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা ছিল একটি বলিষ্ঠ পদক্ষেপ। বৃহস্পতিবার বেলা এগারোটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ’১৬ উদ্যাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে আজ এত নৈতিক অবক্ষয় দেখা দিত না যদি প্রতিষ্ঠার পর থেকে ইসলামিক ফাউন্ডেশন সঠিক পথে পরিচালিত হতো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গবর্নর্সের গবর্নর সিরাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গবর্নর্সের গবর্নর আলহাজ্জ মিছবাহুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক এএমএম সিরাজুল ইসলাম, মুহাম্মদ তাহের হোসেন ও ড. মুহাম্মদ আবদুস সালামসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লি উপস্থিত ছিলেন।
×