ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বাঙালী সাংস্কৃতিক জোটের’ যাত্রা শুরু

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ মার্চ ২০১৬

‘বাঙালী সাংস্কৃতিক জোটের’ যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত দেশের ৩৮টি সংগঠনের সমন্বয়ে গঠন করা হলো ‘বাঙালী সাংস্কৃতিক জোট’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জোটের আত্মপ্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জোটের নাম ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক সাইফুল আযম বাশার। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতিক্রিয়াশীল, মৌলবাদী, জঙ্গীবাদী গোষ্ঠী আজও আমাদের সংস্কৃতির জন্য বড় হুমকি। এ কারণে ৩৮টি সংগঠন একত্রিত করে একটি বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলন সংঘটিত করা আজ সময়ের দাবি। এ লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে কোনো সংগঠন যদি এ জোটে যুক্ত হতে চায় তবে তাদের যুক্ত করা হবে। বাঙালী সাংস্কৃতিক জোটের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, গণঅভ্যুত্থান দিবস, মাতৃভাষা দিবস, জাতির জনকের জন্মদিবস, মহান মে দিবস, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালন করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চিত্রনায়ক ফারুক, নাট্য ব্যক্তিত্ব ড. ইনামুল হক, ফাল্গুনী হামিদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আবদুল জব্বার, মনোরঞ্জন ঘোষাল, শিবু রায় ও কবি রবীন্দ্র গোপ।
×