ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক পরিবহন শ্রমিক লীগের ১২ দফা দাবি

প্রকাশিত: ০৫:৪৭, ১৯ মার্চ ২০১৬

সড়ক পরিবহন শ্রমিক লীগের ১২ দফা দাবি

স্টাফ রিপোর্টার ॥ পরিবহন সেক্টরে মালিকরা শ্রমিকদের সঙ্গে দিনের পর দিন বৈষম্যমূলক আচরণ করে আসছে। ফলে মৌলিক অধিকার উপেক্ষিতই থেকে যাচ্ছে শ্রমিকদের। এরই ধারাবাহিকতায় শ্রমিকদের অধিকার আদায়ে ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ইনসুর আলী। সংবাদ সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে রাজধানীতে আরও পাঁচ হাজার অটোরিক্সা নামানোর দাবি জানানো হয়। রাজনৈতিক বিবেচনায় গড়ে ওঠা বেশিরভাগ শ্রমিক সংগঠন মালিকদের স্বার্থরক্ষায় তৎপরÑ এমন অভিযোগ করে তিনি বলেন, বাস্তবতা হলো এখন পরিবহন সংগঠনগুলো বিএনপি-জামায়াতের হাতে বন্দী। ফলে শ্রমিকরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক শ্রমিক সংগঠন রাজধানীর বিভিন্ন টার্মিনাল থেকে চাঁদাবাজিতে ব্যস্ত। ১২ দফা দাবিসমূহের মধ্যে রয়েছেÑ শ্রম আইন অনুযায়ী সড়ক পরিবহন শ্রমিকদের স্ব-স্ব মালিক কর্তৃক নিয়োগপত্র দেয়া, পৃথক সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন ও উৎসব ভাতা প্রদান, পরিবহন শ্রমিকদের পেনশনের ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের পরিবার পরিজনকে কল্যাণ ফাউন্ডেশন থেকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, মেয়াদোত্তীর্ণ সকল প্রকার যানবাহন যেন ফেরি পারাপার হতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা, শরীয়তপুর-হরিণাঘাট, পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন ফেরিঘাটে সিরিয়ালের নামে পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে রিটেস্ট প্রথা বাতিল ও প্রতিটি জেলায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, হাইওয়েতে যানবাহন চলাচলের সময় পুলিশী হয়রানি বন্ধ-ওয়েস্কেল গুলোতে বিনা রসিদে টাকা নেয়া বন্ধ করতে হবে, রাজধানীর বাস টার্মিনালগুলোর আয়তন বৃদ্ধি-পরিবহন মালিকদের থেকে নিরাপত্তার ব্যবস্থা ও প্রতিটি টার্মিনালে শ্রমিকদের জন্য বিশ্রামাগার স্থাপন করার দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনÑ সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম খান, হানিফ খোকন, আমীর হোসেন, আর এ জামান প্রমুখ।
×