ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেলফি তুলে কেনাকাটা!

প্রকাশিত: ০৫:৩৯, ১৯ মার্চ ২০১৬

সেলফি তুলে কেনাকাটা!

হ্যাকিং ঠেকাতে এবার শীঘ্রই সেলফি পাসওয়ার্ড চালু করতে যাচ্ছে বিশ্বখ্যাত অনলাইন শপিং সাইট এ্যামাজন। এ্যামাজন জানিয়েছে, পাসওয়ার্ডের জায়গায় সেলফি ব্যবহার করেই ক্রেতারা তাদের সাইট থেকে কেনাকাটা করতে পারবেন। এর আগে মাস্টারকার্ডও এ ধরনের পাসওয়ার্ড ব্যবহারের ঘোষণা দিয়েছিল। প্রচলিত পাসওয়ার্ডের চেয়ে সেলফি ব্যবহার করা অনেক বেশি নিরাপদ। হ্যাকাররা হয়তো আপনার পাসওয়ার্ড নকল করতে পারবেন কিন্তু চেহারাটি তো আর নকল করা সম্ভব নয়। এ্যামাজনের ‘ফেসিয়াল রিকগনিশন সিস্টেম’ ব্যবহারকারীকে তার সেলফি দেখে চিনে নেবে, ফলে চোরও আপনার ফোন বা ল্যাপটপ দিয়ে কেনাকাটা করতে পারবে না। অবশ্য সেলফি তোলার বদলে ছোট্ট একটা ভিডিও আপলোড করেও এই কাজ করা যাবে। এ্যামাজনের কর্তাব্যক্তিদের বক্তব্য হলো, স্মার্টফোনের ছোট্ট টাচপ্যাডে বড়সড় পাসওয়ার্ড টাইপ করা একটি কঠিন কাজ। তাছাড়া পাসওয়ার্ড টাইপ করার সময় সাবধানে থাকতে হয় যাতে পাশের কেউ না জেনে ফেলে। এই সব সমস্যা দূর করার জন্যই তারা এই সেলফির সুবিধা চালু করেছে। তবে ঠিক কবেনাগাদ এই সুবিধা চালু করা হবে তা জানায়নি এ্যামাজন কর্তৃপক্ষ। সূত্র : সিএনএন
×