ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ধলেশ্বরী থেকে খোয়া যাওয়া শটগানের একটি উদ্ধার

পুলিশের ট্রলারডুবি

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ মার্চ ২০১৬

পুলিশের ট্রলারডুবি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে বুধবার রাতে একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় নৌ পুলিশের ডুবে যাওয়া টহল ট্রলারটি শুক্রবার সন্ধ্যায় শনাক্ত করেছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একই সঙ্গে খোয়া যাওয়া তিনটি অস্ত্রের মধ্যে একটি অস্ত্র উদ্ধার করতে পেরেছে ডুবুরিরা। বাকি দুটি অস্ত্র ও গুলির কোন সন্ধান এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এই তথ্য নিশ্চিত করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইউনুছ আলী জানান, শুক্রবার নৌবাহিনীর ডুবুরি দল অধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে দুর্ঘটনাস্থলের কাছে সন্ধ্যায় ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয়। এ সময় ট্রলারের ভেতর থেকে খোয়া যাওয়া পুলিশের তিনটি শটগানের মধ্যে একটি পাওয়া যায়। বাকি দুটি শটগান ও ২৫ রাউন্ড গুলি ট্রলারের ভেতরে পাওয়া যায়নি। তবে এ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে নদীতে শনিবার চিরুনি অভিযান করা হবে। নৌবাহিনীর ডুবুরি দলকে উদ্ধারকাজে সহযোগিতা করছে ঢাকা থেকে আগত ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে আগত ওই ফায়ার সার্ভিসের একটি টিম দিনভর দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু তারা ট্রলারটির কোন সন্ধান মেলাতে পারেনি। তিনি আরও জনান, ধলেশ্বরী নদীর যে এলাকায় এ নৌ দুর্ঘটনা ঘটেছে, সেখানে পানি রয়েছে প্রায় ৬০-৭০ ফুট। ফায়ার সার্ভিসের ডুবুরিরা দিনভর চেষ্টা করেও ট্রলারটির কোন সন্ধান মেলাতে পারেনি। তাই ডুবে যাওয়া ট্রলার ও অস্ত্রের সন্ধানে নৌবাহিনীর ডুবুরি দল শুক্রবার দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রলারটি শনাক্ত করতে সক্ষম হয়। ট্রলারটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব না হলেও নদীর তীরে এনে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। উল্লেখ্য, বুধবার রাত পৌনে ৯টার দিকে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ি পুলিশের একটি ট্রলার ধলেশ্বরী নদীতে টহল দিচ্ছিল। পুলিশের ট্রলারটিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি বরাবর ধলেশ্বরী নদীতে চাঁদপুরগামী একটি লাইটারেজ জাহাজ ধাক্কা দিলে এটি ডুবে যায়। এ সময় ট্রলারে ধাকা চার পুলিশ সদস্য প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। তারা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পুলিশের সঙ্গে থাকা তিনটি শটগান এ সময় নদীতে খোয়া যায়। একই সঙ্গে খোয়া যায় শটগানের ২৫ রাউন্ড গুলি। লাইটারেজ জাহাজটি আটক করা সম্ভব হয়নি। খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ বুধবার রাতে কোন উদ্ধার তৎপরতা চালাতে পারেনি। মুন্সীগঞ্জে বাজারে ফের অগ্নিকাণ্ড স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজারে আবার অগ্নিকা- ঘটেছে। এতে একটি বিশাল ফার্নিচারের দোকান ভূস্মীভূত হয়েছে। শুক্রবার রাতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রক্ষা পায় বিশাল বাজারটি। গত ৪ মার্চ শুক্রবার গভীর রাতে আগুনে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভূস্মীভূত হয়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়।
×