ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উদ্ধার হয়নি লুণ্ঠিত মাল

গ্লোব মেটাল কারখানায় ডাকাতির ঘটনায় আর কোন গ্রেফতার নেই

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ মার্চ ২০১৬

গ্লোব মেটাল কারখানায় ডাকাতির ঘটনায়  আর কোন  গ্রেফতার নেই

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৮ মার্চ ॥ কালিয়াকৈরে গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের গ্লোব মেটাল কারখানায় সশস্ত্র ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে ৫ নিরাপত্তা কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আঃ মোতালেব মিয়া জানান, কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের গ্লোব মেটাল কমপ্লেক্স লিমিটেড কারখানায় বুধবার দিবাগত মধ্যরাতে ডাকাতির ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মালামাল উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে লুণ্ঠিত মালামালের সন্ধানে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। এদিকে ওই ঘটনায় নিরাপত্তা কর্মীসহ ১১ জনকে বৃহস্পতিবার থানায় নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে রাতে কারখানার ৬ কর্মীকে ছেড়ে দেয়া হয়। তবে ৫ নিরাপত্তা কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কালিয়াকৈর উপজেলার হরতকীতলা এলাকায় গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের গ্লোব মেটাল কমপ্লেক্স লিমিটেড কারখানায় বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে ৩০/৪০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। এ ডাকাতরা অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে হাত, পা ও মুখ বেঁধে এলোপাতাড়ি মারধর করে। এতে কারখানার শ্রমিকসহ ৬ জন আহত হয়েছে। পরে ডাকাতরা কারখানা থেকে এ্যালুমিনিয়াম ওয়্যার রড তৈরির ১০ লক্ষাধিক টাকা মূল্যের প্রায় সাড়ে ৪ টন এ্যালুমিনিয়াম ইনগট ও নগদ টাকা এবং মোবাইলফোনসহ বিভিন্ন মালামাল লুণ্ঠন করে নিয়ে পালিয়ে যায়।
×