ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রতারণা ঠেকাতে কাল শুরু হচ্ছে হজের প্রাক নিবন্ধন

প্রকাশিত: ০৫:৩৭, ১৯ মার্চ ২০১৬

প্রতারণা ঠেকাতে কাল শুরু হচ্ছে হজের প্রাক নিবন্ধন

আজাদ সুলায়মান ॥ দুই মাস প্রশিক্ষণ শেষে আগামীকাল (রবিবার) থেকে শুরু হচ্ছে হজের প্রাক নিবন্ধন। হজ ব্যবস্থাপনায় জালিয়াতি ও অনিয়ম ঠেকাতে এরই মধ্যে নির্বাচন কমিশনের তথ্য ভা-ারের সঙ্গে হজ অফিসের তথ্য প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান বিজনেস অটোমেশনের সংযোগ স্থাপন করা হয়েছে। এতে প্রাক নিবন্ধনে দেয়া সার্ভারের যে কোন তথ্য ভুয়া কিনা সেটাও যাচাই করার সুযোগ থাকছে। এতে চলতি বছরের হজ নিয়ে আর কোন ধরনের প্রতারণা জালিয়াতি বা কোন ধরনের অনিয়ম করার সুযোগ পাবে না হজ এজেন্সিগুলো। জানা যায়, আগামীকাল রবিবার থেকে আশকোনা হজ অফিসে আনুষ্ঠানিকভাবে এই প্রাক নিবন্ধনসহ সব ধরনের তথ্য প্রযুক্তির প্রয়োগ প্রদর্শন শুরু হবে। এতে হজ এজেন্সি ও হজ যাত্রীরা সরাসরি নিজে উপস্থিত থেকে কিংবা ঘরে বসে জানার সুযোগ পাবেন প্রয়োজনীয় প্রশ্নের সব জবাব। পূর্ব ঘোষিত নীতি অনুযায়ী চলতি বছর থেকেই হজ ও ওমরাহ হজে গমনেচ্ছু ব্যক্তিদের প্রাক-নিবন্ধনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। এরই অংশ হিসেবে এবার সর্বশেষ সংযোজিত হলো নির্বাচন কমিশনের তথ্য ভা-ার ও কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সংযোগ স্থাপন। সৌদি আরবের ই-হজ সিস্টেমের সঙ্গে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা সমন্বয়ের জন্য এ ব্যবস্থার প্রবর্তন করা হয়। বিজনেস অটোমেশন নামের একটি আইটি ফার্ম গত তিন মাস ধরে ই-হজ সিস্টেম চালুর জন্য এ ধরনের একের পর এক তথ্য প্রযুক্তির সঙ্গে সংযোগ স্থাপন করছে। প্রতিষ্ঠানটির পরার্মশক সাবেক অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস জনকণ্ঠকে জানান, প্রাক নিবন্ধন ব্যবস্থাপনা না থাকায় সরকারের কাছে হজ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যে হালনাগাদ থাকত না। এতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সুনির্দিষ্ট তথ্যের অভাবে নানা প্রকার হয়রানির সম্মুখীন হতে হতো। এমনকি হজ ব্যবস্থাপনা সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাসের ধূম্রজাল তৈরি হতো। এসব বিষয় বিবেচনা করে সৌদি সরকারের নীতি অনুযায়ী প্রাক নিবন্ধন পর্যায়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে হজ অফিস। লাখ লাখ হাজীকে এ সুবিধার আওতায় আনতে সার্বক্ষণিক সেবাদানকারী বিজনেস অটোমেশনের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ কবির আল মামুন জনকণ্ঠকে বলেন- সর্বশেষ নির্বাচন কমিশন ও জাতীয় কম্পিউটার কাউন্সিলের সঙ্গে বিশেষ সংযোগ স্থাপন হওয়ায় সব ধরনের তথ্যাবলী পাওয়া যাবে। এর ফলে কোন রকম গুজব সৃষ্টি করে হজ ব্যবস্থাপনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। এ ছাড়া ১৮ বছরের উপরে (প্রবাসী ও ১৮ বছরের কম বয়সী ব্যক্তি ব্যতিত) সকল ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য প্রদর্শন বাধ্যতামূলক। এ বিষয়ে নির্বাচন কমিশনের তথ্য ভা-ারের সঙ্গে প্রাক-নিবন্ধন সার্ভারের কারিগরি সংযোগ স্থাপন করা হয়। এর ফলে ১৮ বছরের উপরের প্রবাসী ও ১৮ বছরের কম বয়সী ব্যক্তি ব্যতিত কোন ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, সরাসরি এন্ট্রি বা সংশোধনের কোন সুযোগ নেই। এ জন্য কোনভাবেই কেউ কাল্পনিক নাম প্রাক-নিবন্ধন সার্ভারে এন্ট্রি করতে পারবে না। প্রাক-নিবন্ধন সার্ভারে ডাটা এন্ট্রি করলেই তাকে কোন ক্রমিক নম্বর দেয়া হবে না । ব্যাংকে প্রাক-নিবন্ধন জামানত নিশ্চিত না করা পর্যন্ত তার তথ্যাবলী খসড়া আকারে থাকবে। তবে যে সব ব্যক্তির তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য ভা-ারে যাচাই হবে না সেগুলোর প্রাক-নিবন্ধন ও জামানতের টাকা গ্রহণ করা হবে না। ব্যাংক থেকে জামানতের টাকা প্রাপ্তি প্রাক-নিবন্ধন সার্ভারে নিশ্চিত করলেই ওই সময়ের খালি ক্রমিক নম্বরটি প্রাক-নিবন্ধনকারীকে প্রদান করা হবে। প্রতিটি ক্রমিক নং ধারাবাহিকভাবে প্রদান করা হবে যাতে তারিখ ও সময় উল্লেখ থাকবে। ক্রমিক নম্বর কোথাও খালি রাখার কোন সুযোগ নেই। ব্যাংক তাৎক্ষণিকভাবে হজযাত্রীকে প্রাক-নিবন্ধনের ক্রমিক সনদ প্রিন্ট করে হাতে দিয়ে দেবে। এরপর প্রাক-নিবন্ধন সার্ভারে রক্ষিত প্রতিটি তথ্যের একটি কপি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সার্ভারে সরাসরি সংরক্ষণ করা হবে। ফলে সরকারের অডিটর কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যে কোন সময় প্রাক-নিবন্ধন ক্রমিক নম্বর যাচাই করতে পারবেন। এ জন্য প্রয়োজনীয় রিপোর্ট পদ্ধতি সিস্টেমে সংযোজন করা হয়েছে। জালিয়াতি রোধে নেয়া সর্বশেষ এই প্রযুক্তির সন্নিবেশ ঘটানোর ফলে ডিজিটাল তথ্য কোনরকম পরিবর্তন করলে তা অবশ্যই চিহ্নিত করা যাবে এবং এখানে কোনভাবেই তা এড়ানোর সুযোগ নেই। এদিকে হজ অফিস সূত্রে জানা যায়, প্রাক-নিবন্ধন সার্ভারের তথ্যাবলী নিরীক্ষণের জন্য ইতোমধ্যে সরকার একটি কমিটি গঠন করেছে যেখানে দেশের খ্যাতিমান কম্পিউটার বিশেষজ্ঞরা আছেন। তারা প্রাক-নিবন্ধন সার্ভারের তথ্যাবলী সমন্বয় ও যাচাই করবেন।
×