ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তরুণীর আত্মহত্যা মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টা, শিক্ষক গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩০, ১৯ মার্চ ২০১৬

তরুণীর আত্মহত্যা  মাদ্রাসাছাত্রীকে  ধর্ষণের চেষ্টা, শিক্ষক  গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে এক তরুণী আত্মহত্যা করেছে। এদিকে কামরাঙ্গীরচরে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার হয়েছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এসব তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, রাজধানীর হাজারীবাগে জেসমিন আক্তার জেরিন (১৮) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। মৃতের বাবার নাম জামাল শেখ। গ্রামের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানা এলাকায়। হাজারীবাগ মাজার বটতলা এলাকার ১৫৬ নম্বর বাড়িতে সপরিবারে থাকত সে। নিহতের বাবা জামাল জানান, মেয়ে জেরিন সারাক্ষণ মোবাইল ফোনে কথা বলে। এ নিয়ে শুক্রবার সকালে তাকে বকা দেয়া হয়। এতে মেয়ে জেরিন রেগে বাথরুমে চলে যায়। দীর্ঘ সময় বের না হওয়ায় তাদের সন্দেহ হয়। পরে বাথরুমের দরজা ভেঙ্গে দেখা যায় ঝরনার পাইপের সঙ্গে মেয়ে জেরিন গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পরে সেখান থেকে তড়িঘড়ি করে নামিয়ে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জুলহাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছয় বছরের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ওই মাদ্রাসাশিক্ষক শফিকুর রহমান জুয়েলকে (৩০) গ্রেফতার করেছে। কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকাল দশটায় মাদ্রাসার ভেতরে ধর্ষণের চেষ্টা করলে ওই ছাত্রী বাড়ি গিয়ে নানিকে জানায়। নানি রাতে এলাকাবাসীকে বিষয়টি জানান। পরে স্থানীয়রা মাদ্রাসার ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। ওসি জানান, শিশুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সকালে অভিযুক্ত শিক্ষকের রিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শ্লীলতাহানির চেষ্টা করায়নীলফামারীতেগৃহবধূর আত্মহত্যা স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ শ্লীলতাহানির চেষ্টার অপমান ও হুমকির কারণে শান্তনা রানী দাস (২৫) নামের এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। ওই গৃহবধূ উক্ত গ্রামের চুড়ি ফিতা বিক্রেতা গজেন দাসের স্ত্রী। সুমন দাস নামে দেড় বছরের একটি ছেলে রয়েছে তার। এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গ্রামবাসীর অভিযোগে জানা যায়, ওই গ্রামের বজরাং বাহিনী নামের একটি ভূমিদস্যু দলের সদস্য দ্বীজেন চন্দ্র রায়ের ছেলে করুনাকান্ত রায় (৩০) ওই গৃহবধূকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ নিয়ে ওই গৃহবধূর সঙ্গে করুনাকান্ত রায়ের ধস্তাধস্তি হয়। এরপর করুনাকান্ত ওই গৃহবধূকে দেখে নেবে বলে হুমকিও দেয়। একে এলাকাবাসী প্রতিবাদ করেছিল। কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে শনিবার। এলাকাবাসীর মুখে মুখে যে কথা রটেছে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×