ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় ব্যাংকের অর্থ লোপাট রাষ্ট্রের ওপর চূড়ান্ত আক্রমণ ॥ ইমরান

প্রকাশিত: ০৫:৩০, ১৯ মার্চ ২০১৬

কেন্দ্রীয় ব্যাংকের অর্থ লোপাট রাষ্ট্রের ওপর চূড়ান্ত আক্রমণ ॥ ইমরান

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় ব্যাংক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি। এখান থেকে অর্থ লুট হওয়া বাংলাদেশ রাষ্ট্রের ওপর একটি চূড়ান্ত আক্রমণ বলে মনে করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার রিজার্ভ জালিয়াতির প্রতিবাদে শাহবাগে নাগরিক সমাবেশ তিনি একথা বলেন। গণজাগরণ মঞ্চ এ কর্মসূচীর ডাক দেয়। ইমরান বলেন, যখন একের পর আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, সেই ধ্বংসকারীদের বিচারের আওতায় আনা হয়নি। এতে অপরাধীদের ধারণা তারা যা খুশি তাই করতে পারে। কেউ তাদের বিন্দুমাত্র বাধা দেবে না। রাষ্ট্রের ঔদাসীন্যের ফলেই সর্বশেষ তারা বাংলাদেশ ব্যাংকে হাত দেয়ার সাহস পেয়েছে। কাজেই আমাদের খুঁজে বের করতে হবে এই লুটপাটের পেছনে কারা এবং কোন কোন মহল লুটপাটকারীদের আশ্রয় প্রশ্রয় যোগাচ্ছে। বক্তব্যে তিনি বলেন, রিজার্ভ থেকে যে ৮০০ কোটি টাকা লোপাট হয়েছে, তা কিভাবে ফেরত আনা যায় আর দোষীদের শাস্তি দেয়া যায়, সেদিকে আমাদের গুরুত্ব দিতে হবে। যখনই বলা হয়েছে, ৪ হাজার কোটি টাকা কিছু না, তখনই বাংলাদেশ ব্যাংক লোপাটের নীলনকশা শুরু হয়েছে। ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে অভিযোগ করে ইমরান এইচ সরকার বলেন, আমরা দেখেছি হ্যাকিংয়ের নামে জনগণকে ধোঁয়াশায় ফেলে ঘটনা ভিন্নখাতে নেয়ার অপচেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, এই লুটপাটের ঘটনায় জড়িত থাকায় ফিলিপিন্সের কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে, অথচ আমাদের দেশে কিভাবে অপরাধীদের না ধরে ঘটনা ধামাচাপা দেয়া যায় সেই চেষ্টা চালানো হয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে প্রকাশক রবিন আহসান, ব্লগার বাকী বিল্লাহ, স্থপতি সাঈদা সুলতানা এনি, ভাস্কর রাশা, আহমেদ রাজীব হায়দার শোভনের পিতা ডাঃ নাজিমুদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল করেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে এসে শেষ হয়।
×