ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ শেষ মালিঙ্গার

প্রকাশিত: ০৪:২৪, ১৯ মার্চ ২০১৬

বিশ্বকাপ শেষ মালিঙ্গার

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে এবারের বিশ্বকাপটা আর খেলাই হচ্ছে না শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। বাঁ পায়ের হাঁটুর ইনজুরির কারণে তিনি দেশেই ফিরে গেছেন। দলের সঙ্গে টি২০ বিশ্বকাপ খেলার জন্য ভারতে আসতে পারেননি। তবে অবস্থার কিছুটা উন্নতি ঘটার পর যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। কিন্তু হাঁটুর হাড় থেঁতলে গেছে এমনটা জানার পর তিনি দেশে ফিরে গেলেন। ফলে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে এবার মালিঙ্গাকে ছাড়াই শিরোপা ধরে রাখার মিশন চালিয়ে যেতে হবে। বিশ্বকাপের কিছুদিন আগেই টি২০ ফরমেটে হয়েছে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট দিয়ে আবারও দলে ফিরেছিলেন শ্রীলঙ্কার টি২০ অধিনায়ক মালিঙ্গা। তার আগে ইনজুরির কারণে বেশ কয়েকটি সিরিজ দলের বাইরে ছিলেন। কিন্তু এশিয়া কাপে একটি ম্যাচ খেলেই আবার ইনজুরিতে পড়েন তিনি। আর খেলেননি। এরপর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন মালিঙ্গা। বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবেই স্কোয়াডে ছিলেন। কিন্তু নিজের ফিটনেসের উন্নতি না ঘটায় নিজে থেকেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান। এরপর ওয়ানডে ও টেস্ট অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসের কাঁধেই বর্তায় টি২০ নেতৃত্ব। এরপরও মালিঙ্গার ফেরা নিয়ে আশাবাদী ছিল লঙ্কানরা। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের শেষ মুহূর্তে অধিনায়ক হয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন প্রথমবারের মতো। আবারও ‘ভেটারান হকি’ শুরুর প্রচেষ্টা... স্পোর্টস রিপোর্টার ॥ একসময় ফুটবল ক্রিকেটের চেয়ে জনপ্রিয়তায় কোন অংশে কম ছিল না বাংলাদেশের হকি। রমরমা ছিল দেশীয় হকি। আন্তর্জাতিক আসরগুলোতেও ভারত-পাকিস্তানের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করতো জাতীয় দল। যে সময়ের কথা বলা হচ্ছে, সেটা আশির দশক থেকে নব্বই দশকের প্রারম্ভ পর্যন্ত। তারপরই ধীরে ধীরে অধোগতি শুরু হয় হকিতে। স্পন্সররা মুখ ফিরিয়ে নেয়। লীগ হয়ে পড়ে অনিয়মিত। খেলোয়াড়রা অনেকেই রুটি-রুজির জন্য বাধ্য হয়ে হকি ছেড়ে বেছে নেন অন্য পেশা। তবে বিগত কয়েক বছর ধরে আবারও কিছুটা হলেও ঘুরে দাঁড়ায় দেশীয় হকি। লীগসহ অন্যান্য টুর্নামেন্ট মোটামুটি হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য মিশ্র। তবে এখনও নানামুখী সমস্যার কারণে যেভাবে উন্নতি পরিলক্ষিত হওয়ার কথা ছিল, সেটা হয়নি। বাংলাদেশের হকির উন্নয়নে নানা করণীয় থাকলেও অর্থের অভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশের হকির স্বর্ণযুগের সেইসব প্রখ্যাত খেলোয়াড়দের মতো স্কিল এখন আর তেমনটা দেখা যায় না। সেই সময়ের দর্শকরা অনেক মিস করেন তাদের। তাদের সেই আক্ষেপ এবং নিজেদের মধ্যে পুরনো সম্পর্কটাকে ঝালাই করতে কয়েক বছর আগে চালু হয়েছিল ‘ভেটারান হকি।’ পরে তা আবার বন্ধ হয়ে যায়। সেটা আবার শুরুর প্রচেষ্টা চলছে। তার প্রথম পদক্ষেপ দেখা গেল শুক্রবার। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সকালে বসেছিল সাবেক হকি তারকা খেলোয়াড়দের মিলনমেলা। একসময় স্টিক হাতে খেলোয়াড়ী জীবনে তারা ছিলেন দুর্দান্ত। এখন বয়স হয়ে গেছে। ফিটনেস নেই। তাই প্রতিযোগিতামূলক হকি খেলার প্রশ্নই আসে না। তারপরও মন আনচান করে ওঠে আবারও স্টিক হাতে টার্ফে নেমে পড়ার। আর সে টানেই হকি স্টেডিয়ামে ছুটে আসা। উদ্দেশ্য একটাইÑ ‘ভেটারান’ হকিটা যদি আবারও চালু করা যায়। প্রতিবছর হকি ফেডারেশনের কাছে বিদেশে ভেটারান হকিতে খেলার জন্য আমন্ত্রণ আসে। অথচ সংগঠিত কোন উদ্যোগ না থাকায় সে সুযোগ হাতছাড়া হয়ে যায়। এমনকি ভেটারান হকি প্লেয়ার্স এ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন থাকলেও সেটি দীর্ঘদিন ধরেই ঘুমন্ত! এই সংগঠনটিকে আবারও জাগানোর উদ্যোগ নেয়া হয় শুক্রবার। সঙ্গে খেলোয়াড়রা নিজেদের মাঝে একটি প্রীতি ম্যাচও খেলেন। ঢাকা মহানগরী টিটি লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা মহানগরী টিটি লীগে শুক্রবারের খেলায় প্রিমিয়ার ডিভিশন লীগে সিসিরন ক্লাব বয়েজ ক্লাবকে, পাললিক গ্রুপ আরমানিটোলা জিএসকে, শেখ রাসেল কেসি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে, এ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ওয়ারী ক্লাবকে, অর্নি স্পোর্টস ঢাকা মেরিনার্স ইয়াংসকে, অর্নি ক্লাব বয়েজ ক্লাবকে, পাললিক গ্রুপ ওয়ারী ক্লাবকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা মেরিনার্স ইয়াংসকে; প্রথম বিভাগ লীগে বান্টি স্পোর্টিং ক্লাব বিজয় টিটি একাডেমিকে, প্রীতি স্পোর্টিং এ্যান্ড কালচারাল ক্লাব মনসুর স্পোর্টিং ক্লাবকে, ইউনাইটেড টিটি ক্লাব বাংলাদেশ কেমিক্যালকে, উত্তরা টিটি একাডেমি লিঙ্কার্স স্পোর্টসকে, উত্তরা এসসি আরমেনিয়ান এসসিকে, পরী টিটি ক্লাব মনসুর এসসিকে, জাহাঙ্গীর বিল্ডার্স ইউনাইটেড টিটি ক্লাবকে, বান্টি স্পোর্টিং ক্লাব পূর্বাচল পরিষদকে ও প্রীতি স্পোর্টিং এ্যান্ড কালচারাল ক্লাব আরমেনিয়ান এসসিকে হারায়। ইন্ডিয়ান ওপেনে সিদ্দিকুর ষোড়শ স্থানে স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের দিল্লীতে অনুষ্ঠানরত ‘হিরো ইন্ডিয়ান ওপেন’Ñ প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ষোড়শ স্থানে রয়েছেন বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান। দিল্লী গলফ কোর্সে বৃহস্পতিবার প্রথম রাউন্ডের খেলায় পারের চেয়ে তিন শট কম খেলেন তিনি। চারটি বার্ডি ও একটি বোগি করেন ২০১৩ সালে এই কোর্সে নিজের দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জেতা সিদ্দিকুর। ৩১ বছর বয়সী এই গলফার সর্বশেষ থাইল্যান্ড ক্ল্যাসিকে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন। দিল্লীর এই আসরে পারের চেয়ে সাত শট কম খেলে এককভাবে শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের গলফার ড্যানিয়েল আইএম। ট্রান্সকম কাপ গলফ স্পোর্টস রিপোর্টার ॥ গত ১৬ মার্চ শুরু হয় তিনদিনব্যাপী ‘ট্রান্সকম কাপ গলফ টুর্নামেন্ট।’ কুর্মিটোলা গলফ কোর্সে টুর্নামেন্টের উদ্বোধন হয় সমাপনী দিনে। বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী প্রধান অতিথি হিসেবে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিস্টিক্স এরিয়া, ঢাকা মেজর জেনারেল মিজানুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকী, ক্লাবের টর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেঃ কর্নেল আবদুল বারী (অবঃ), ট্রান্সকম লিমিটেডের পরিচালক সাইফুর রহমান প্রমুখ। আজ শুরু কুক্কিয়ন কাপ তায়কোয়ানদো স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড তায়কোয়ানদো হেড কোয়ার্টার কুক্কিয়ন-এর পৃষ্ঠপোষকতায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘কুক্কিয়ন কাপ তায়কোয়ানদো প্রতিযোগিতা।’ বেলা সাড়ে ১২টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশের দক্ষিণ কোরিয়া দূতাবাসের রাষ্টদূত আন সিঅং-ডু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। আরও উপস্থিত থাকবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যরা। কারাতে দো ক্লাব কারাতে সমাপ্ত স্পোর্টস রিপোর্টার ॥ ‘বাংলাদেশ ওয়াদোকায় কারাতে দো ক্লাব কারাতে প্রতিযোগিতা’ শেষ হয়েছে শুক্রবার। সকালে রামপুরা একরামুন্নেছা স্কুল এ্যান্ড কলেজ মাঠে মিরর ডেভেলপমেন্ট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। উদ্বোধনের পর প্রতিযোগীরা কুমিতে ও কাতা ইভেন্টে একে অপরের সঙ্গে লড়াই করেন পদক জয়ের লক্ষ্যে। বিকেলে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতউল্লা, এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা ফয়েজ মিয়া।
×