ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিয়ের পিঁড়িতে জলকন্যা

প্রকাশিত: ০৪:২৩, ১৯ মার্চ ২০১৬

বিয়ের পিঁড়িতে জলকন্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বিয়ের পিঁড়িতে বসলেন সাউথ এশিয়ান গেমসের সাঁতারে দুটি স্বর্ণ পদক জয়ী যশোরের অভয়নগরের মেয়ে জলকন্যা মাহফুজা আক্তার শিলা। শুক্রবার বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জের শাহজাহান আলী রনির সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন তিনি। বর রনিও একজন সাঁতারু। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন। রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার রেহাইচর গ্রামের মৃত আফসার আলী ও মোসাঃ সাজেনুর বেগমের ছেলে। তিনি ২০০৮ সাল থেকে সেনাবাহিনীতে কর্মরত। যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার পাঁচকবর এলাকায় বাবার বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মাহফুজা আক্তার শিলার। শিলার পিতা আলী আহমদ জানান, শুক্রবার বিকাল তিনটার দিকে দুই পরিবারের উপস্থিতিতে আপুর (শিলার) বিয়ের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়েছে। বর শাহজাহান আলী রনি জানান, শুক্রবার বিকাল ৩টার দিকে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় নববধূকে নিয়ে বাড়ি ফেরেন তিনি। আগামী ২০ মার্চ রবিবার চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়িতে বউভাত অনুষ্ঠিত হবে। তিনি নতুন জীবনে পদার্পণ উপলক্ষে দেশবাসীর দোয়া চান। মাহফুজা সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ ৫২টি পদক পেয়েছেন। ক্রেস্টও পেয়েছেন অনেক। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার ওপর গ্রাজুয়েশন করেছেন। বাংলাদেশ নৌবাহিনীতে অস্থায়ী ভিত্তিতে চাকরি করছেন। তবে এ বছর মাহফুজার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে। মাহফুজা চার ভাইবোনের মধ্যে মেজো। তৃতীয় শ্রেণীতে পড়ার সময় উপজেলাভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম হন শিলা। তারপর আর তার পিছনে ফিরে তাকাতে হয়নি। যশোরে তার প্রথম প্রশিক্ষক ছিলেন আব্দুল মান্নান। তার সহযোগিতায় শিলা আজ জলকন্যা হতে পেরেছেন।
×