ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এবার নিউজিল্যান্ডে ধরাশায়ী অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:২২, ১৯ মার্চ ২০১৬

এবার নিউজিল্যান্ডে ধরাশায়ী অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ এমনটা কে ভেবেছিল? উপমহাদেশের দুই পরাশক্তি ভারত, পাকিস্তান ও আলোচিত বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়াÑনিউজিল্যান্ড; টি২০ বিশ্বকাপে যেটিকে বলা হচ্ছে ‘ডেথ গ্রুপ’। সেখানে ভারত-অস্ট্রেলিয়ার বিপরীতে নিউজিল্যান্ড নিশ্চয়ই ফেবারিটের তালিকায় ছিল না। অথচ টানা দুই জয়ে উড়ল সেই কিউইরা! প্রথমে হট-ফেবারিট স্বাগতিক ভারত, এবং কাল ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করে টানা দ্বিতীয় জয় তুলে নিল কেন উইলিয়ামসনের দল। ধর্মশালায় ১৪২ রানের পুঁজি নিয়েও পরাক্রমশালী অসিদের ৮ রানে হারিয়ে দিল নিউজিল্যান্ড। ব্ল্যাক-ক্যাপস বোলারদের সাঁড়াশি আক্রমণের মুখে ৯ উইকেটে ১৩৪ রানে থেমে গেল অসিদের ইনিংস। টার্নিং মোমেন্টে দুটিসহ ৩ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে কিউদের দারুণ এ জয়ের ‘নায়ক’ পেসার মিচেল ম্যাকক্লেনঘান। শেষ ৩ ওভারে অর্থাৎ ১৮ বলে চাই ২৭ রান। ক্রিজে এ্যাস্টন এ্যাগারের সঙ্গী চমৎকার ব্যাট করতে থাকা মিচেল মার্শ। কোন উইকেট না হারিয়ে ইশ সোধির ওভার থেকে তুলে নেন ৫ রান। ১২ বলে চাই ২২। ব্যাটিংয়ে ২৪ রান করা অলরাউন্ডার মার্শ। অপেক্ষায় জেমস ফকনার-পিটার নেভিলের মতো স্বীকৃত পারফর্মার। নিউজিল্যান্ডের ভক্তরাও হয়তো জয়ের আশা করেননি। তখনই দৃশ্যপটে ম্যাকক্লেনঘান। দলের ১৯তম এবং নিজের তৃতীয় ওভারে কি বোলিংটাই না করলেন কিউই পেসার? মাত্র ৩ রান দিয়ে তুলে নিলেন মিচেল মার্শ (২৪) ও এ্যাগারের উইকেট (৯)! শেষ ৬ বলে ১৯ রানের লক্ষ্য ছুঁতে অসিদের ভরসা তখন ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের নায়ক ফকনার (২)। কোরি এ্যান্ডারসনের প্রথম ডেলিভারিতেই মার্টিন গাপটিলের হাতে ক্যাচ তুলে দিলেন তিনি। কি ম্যাচে কি এক জয়ের দোরগোড়ায় পৌঁছে গেল নিউজিল্যান্ড। এ্যান্ডারসন তার পঞ্চম ডেলিভারিতে কাল্টার নাইলকে (১) পরিষ্কার বোল্ড করে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪-এ থেমে যায় স্মিথের দল। ওপেনার উসমান খাজা সর্বোচ্চ ৩৮, মিডল-অর্ডারে মিচেল মার্শ ২৪ ও গ্লেন ম্যাক্সওয়েল ২২ ছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর শেন ওয়াটসন (১৩)। অধিনায়ক স্মিথ ফিরেছেন ৬ রান করে। দুটি করে উইকেট নিয়ে কিউইদের জয়ে ভূমিকা রেখেছেন এ্যান্ডারসন ও মিচেল স্যান্টনার। এর আগে ধর্মশালায় টস জিতে ব্যাটিং নেয়া নিউজিল্যান্ডের শুরুটা ছিল ঝড়ের মতো। ৭.১ ওভারেই ৬১ রান তুলে নিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও উইলিয়ামসন। মনে হচ্ছিল রানের পাহাড় গড়বে কিউইরা। কিন্তু ব্যক্তিগত ৩৯ ও ২৪ রান করে এ দুজন ফেরার পর হঠাৎই ছন্দপতন। ২০ ওভারে ১৪২ রান তুলতে ৮ উইকেট হারায় কিউইরা। মাঝে গ্রান্ট ইলিয়টের ২০ বলে ২৭ ও অভিজ্ঞ রস টেইলরের ১১ নিউজিল্যান্ডকে সম্মানজনক পুঁজি এনে দেয়। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন ফকনার ও ম্যাক্সওয়েল। স্কোর ॥ নিউজিল্যান্ড ১৪২/৮ (২০ ওভার; গাপটিল ৩৯, ইলিয়ট ২৭, উইলিয়ামসন ২৪, মুনরো ২৩, টেইলর ১১, এ্যান্ডারসন ৩, রনকি ৬; ফকনার ২/১৮, ম্যাক্সওয়েল ২/১৮) অস্ট্রেলিয়া ১৩৪/৯ (২০ ওভার; খাজা ৩৮, মিচেল মার্শা ২৪, ম্যাক্সওয়েল ২২, ওয়াটসন ১৩, নেভিল ৭*, স্মিথ ৬, ওয়ার্নার ৬; ম্যাকক্লেনঘান ৩/১৭, এ্যান্ডারসন ২/২৯, স্যান্টনার ২/৩০) ফল ॥ নিউজিল্যান্ড ৮ রানে জয়ী ম্যাচসেরা ॥ মিচেল ম্যাকক্লেনঘান
×