ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ম্যানইউর বিদায় শেষ আটে লিভারপুল

প্রকাশিত: ০৪:২২, ১৯ মার্চ ২০১৬

ম্যানইউর বিদায়  শেষ আটে লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে লিভারপুল। ওল্ডট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে প্রি-কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয় নিয়ে সেরা আটের টিকেট পেয়েছে লিভারপুল। এর আগে নিজেদের মাঠ এ্যানফিল্ডে প্রথম লেগের ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারায় ম্যানইউকে। দ্য রেডসদের পাশাপাশি কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়েছে চেক প্রজাতন্ত্রের স্পার্টা প্রাগে, জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, পর্তুগালের ব্রাগা, স্পেনের তিন ক্লাব এ্যাথলেটিক বিলবাও, সেভিয়া ও ভিয়ারিয়াল এবং ইউক্রেনের শাখতার ডোনেস্ক। নিজেেদর মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল ম্যানইউর। পরশু রাতে ৩২ মিনিটে এ্যান্টোনিও মার্শালের গোলে এগিয়ে যাওয়ায় সেই সুযোগের সদ্ব্যবহারের আভাস দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু ৪৫ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কাউটিনিহোর গোলে সমতায় ফেরে লিভারপুল। বিরতির পর ব্যবধান বাড়াতে পারতো ইউনাইটেড। কিন্তু জেসে লিনগার্ড ও জুয়ান মাতা সহজ সুযোগ নষ্ট করায় তা আর হয়ে ওঠেনি। অন্যদিকে ইউনাইটেডের রক্ষণে চাপ দিয়ে যাচ্ছিল লিভারপুলও। কাউটিনহোর শট দারুণভাবে রক্ষা করেন ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া। আর অসাধারণ ফ্রিকিকে ডি গিয়াকে পরাস্ত করলেও ড্যানিয়েল স্টারিজকে গোলবঞ্চিত করে ক্রসবার। ম্যাচ শেষে লিভারপুল কোচ জার্গেন ক্লপও প্রশংসা করেন ম্যানইউ গোলরক্ষককে। তিনি বলেন, ম্যানইউ শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলেছে। তারা ভাল খেলেছে। বিশেষ করে আমাদের বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে ডি গিয়া। তাই ম্যাচটি লিভারপুল বনাম ডি গিয়া বলাই ভাল! প্রতিপক্ষের মাঠে দুর্দান্ত এক গোলে লিভারপুলকে সমতা এনে দেন কাউটিনহো। তাই কোচের প্রশংসা কুড়িয়েছেন ব্রাজিলিয়ান তারকাও। ক্লপ বলেন, প্রথমার্ধের শেষদিকে আমাদের বড় কোন সুযোগ ছিল না। কিন্তু কাউটিনহো আচমকা সুযোগটাকে বড় করে ফেলেছে, আদায় করে নিয়েছে গোল। তার দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। কিন্তু এ কথা স্বীকার করতেই হবে যে, ম্যাচের শেষ অবধি দুঃশ্চিন্তা ভর করেছিল আমাকে। ম্যানইউকে হারিয়ে কোয়ার্টারের টিকেট পাওয়াটা খুব সহজ ছিল না। আমি ছেলেদের নিয়ে গর্বিত। অন্যদিকে সান্টি মিনা ও সান্টোসের গোলে নিজেদের মাঠে এ্যাথলেটিক বিলবাওকে ২-১ ব্যবধানে হারিয়েও শেষ ষোলো থেকে ছিটকে পড়েছে ভালেন্সিয়া। এ্যাথলেটিকের গোলটি করেন আরিটজ আডুরিজ। প্রথম পর্বের ম্যাচটি ১-০ গোলে জিতেছিল এ্যাথলেটিক। দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতায় থাকলেও এ্যাওয়ে গোলের কারণে শেষ আটে উঠেছে অ্যাথলেটিক।
×