ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুখোমুখি বার্সিলোনা-এ্যাটলেটিকো

প্রকাশিত: ০৪:২২, ১৯ মার্চ ২০১৬

মুখোমুখি বার্সিলোনা-এ্যাটলেটিকো

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্য ভাল বলতে হবে রিয়াল মাদ্রিদের! উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পেয়েছে স্প্যানিশ পরাশক্তিরা। পক্ষান্তরে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে লড়তে হবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। স্প্যানিশ লা লিগার প্রতিপক্ষ এ্যাটলেটিকো মাদ্রিদ কাতালানদের শেষ আটের বাধা। শুক্রবার সুইজারল্যান্ডের নিওনেল ইউরোপ সেরার লড়াইয়ে শেষ আটের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে বার্সিলোনা-এ্যাটলেটিকোর মুখোমুখি নিশ্চিত হয়েছে। আর রিয়ালের প্রতিপক্ষ জার্মানির ক্লাব উলফসবার্গ। পাঁচবারের চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখও অপেক্ষাকৃত দুর্বল দল পেয়েছে। বাভারিয়ানদের প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব বেনফিকা। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের টিকেট পাওয়া ম্যানচেস্টার সিটিকেও কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। সেমিফাইনালের টিকেট পাওয়ার মিশনে ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। আগামী ৫ ও ৬ এপ্রিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ এবং ১২ ও ১৩ এপ্রিল দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। এ্যাটলেটিকো এমন একটা দল যারা কোন প্রতিপক্ষকেই ছাড় দেয় না। এ কারণে লা লিগার দল বার্সিলোনার সঙ্গে তাদের লড়াইটা জমজমাট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারের লা লিগায় শিরোপা লড়াইয়ে বার্সার পেছনেই আছে দিয়াগো সিমিওনের দল। স্পেনের শীর্ষ লীগে ২৯টি করে ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। আট পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে এ্যাটলেটিকো। দু’দলের সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে অবশ্য একতরফা এগিয়ে বার্সিলোনা। এ মৌসুমে লীগের দুই পর্বেই জিতেছে লুইস এনরিকের দল। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লীগ জয়ের কীর্তি গড়ার পথে বার্সিলোনা একটা প্রতিশোধ নেয়ার সুযোগও পাচ্ছে। ২০১৩-১৪ মৌসুমে তাদের হারিয়েই সেমিফাইনালে উঠেছিল এ্যাটলেটিকো। ইউরোপ সেরার ট্রফি রেকর্ড ১০ বার জেতা রিয়াল লা লিগার শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। এ কারণে মৌসুমটা সাফল্য দিয়ে শেষ করতে চ্যাম্পিয়ন্স লীগই তাদের একমাত্র অবলম্বন। দলটির কোচ জিনেদিন জিদানও এই আশা করছেন। ম্যানসিটি ও পিএসজির ম্যাচের দিকেও সবার দৃষ্টি থাকবে। চ্যাম্পিয়ন্স লীগের চার কোয়ার্টার ফাইনাল ম্যাচের একটিকে ‘এল-ক্ল্যাসিকো’ বানিয়ে দিয়েছে দল দুটি। কাগজে-কলমে রিয়ারের মতো বেয়ার্ন মিউনিখ পেয়েছে কম নামি দল। এ কারণে হয়তো দল দু’টি খুশি! তবে এই পর্যায়ে যে কোন দলকেই খাটো করে দেখার সুযোগ নেই সেটা জানিয়ে দিয়েছেন বেয়ার্ন কোচ পেপ গার্ডিওলা। এদিকে রেকর্ড নয়, শিরোপা নিয়ে ভাবছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার বার্সিলোনা শহরে এক অনুষ্ঠানে মেসি বলেন, আমরা টানা অপরাজিত থাকা নিয়ে ভাবি না। এটা নিয়ে কথাও বলি না।আমরা চাই শিরোপা। এটাই হিসাব। এর সঙ্গে আমরা যদি রেকর্ডগুলোও ভাঙতে পারি, তাহলে আরও ভাল। কিন্তু আপনি যদি শিরোপাও না জেতেন, তাহলে এগুলোর কোন মূল্য নেই।
×