ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বৈরথটা আজ আফ্রিদি-কোহলিরও

প্রকাশিত: ০৪:২২, ১৯ মার্চ ২০১৬

দ্বৈরথটা আজ  আফ্রিদি-কোহলিরও

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ মঞ্চ বলে কথা। এমন একটি বৈশ্বিক টুর্নামেন্টে সবার ভেতরেই বাড়তি একটি অনুপ্রেরণা কাজ করে। এ ধরনের টুর্নামেন্টেই প্রমাণ হয়ে যায় ‘ফর্ম ইজ টেম্পোরারি, বাট ক্লাস ইজ পার্মানেন্ট।’ ইতোমধ্যেই চলতি টি২০ বিশ্বকাপে সেটা দেখা গেছে। ব্যাটে-বলে ঝলসে উঠেছেন বিশ্বকাপ ক্রিকেটে যারা প্রতিনিয়তই দারুণ কিছু করে দেখিয়েছেন। পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি যেন সেটারই প্রকৃষ্ট উদাহরণ। সর্বশেষ কয়েকটি টি২০ ম্যাচে ব্যাটে-বলে আফ্রিদিকে নখ-দন্তহীন মনে হলেও ঠিকই ঝলসে উঠেছেন এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই। ভারতের বিরুদ্ধে ২০১৪ এশিয়া কাপে ব্যাটে ঝড় তুলে তিনি একাই জিতিয়ে দিয়েছিলেন দলকে। অন্যদিকে আফ্রিদিকে নিয়ে ভারত যেমন চিন্তা করবে তেমনি পাকদের চিন্তা থাকবে বিরাট কোহলিকে ঠেকানোর। প্রথম ম্যাচে ভারতের নির্মম পরাজয়ের ম্যাচেও কোহলি ২৩ রান করেছিলেন। দারুণ ফর্মে থাকা কোহলিই পাকিস্তানের জন্য বড় শত্রু হয়ে যেতে পারেন এবং পার্থক্য গড়ে দিতে পারেন। আর প্রতিপক্ষ পাকিস্তান হলেই যেন ব্যাট হাতে আরও ফুঁসে ওঠেন তিনি। দু’দলের এ দুই তারকার মধ্যে এবার জ্বলে উঠবেন কে? আফ্রিদি, নাকি কোহলি কে নিজ দলকে বিজয়ীর হাসি উপহার দিতে পারবেন। ‘বুম বুম’ আফ্রিদি নামটার সুবিচার করেছেন ১৯ বলে ৪৯ রান করে। আবার বল হাতেও ২৭ রানে নিয়েছেন দুই উইকেট। একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন এ অলরাউন্ডার। তাই পাকিস্তানের অন্য তারকাদের পেছনে রেখে আফ্রিদির ওপরেই স্পট লাইট থাকবে। ইডেন গার্ডেনের একটা ব্যাপার তো আছেই। বরাবরই এখানে ভাল পাকদের রেকর্ড। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে কলকাতার এ মাঠে ৪ বার খেলে প্রতিবারই জয় তুলে নিয়েছে পাকরা। অবশ্য ১০ বার বিশ্বকাপে (ওয়ানডে ৬+ টি২০ ৪ বার) মোকাবেলা করে একবারও জেতেনি পাকরা। এবার আফ্রিদির চ্যালেঞ্জ আরেকবার জ্বলে ওঠার। তবে ভারতের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান বিরাট কোহলি বড় বাধা হয়ে দাঁড়াবেন। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা আর উত্তেজনা। এ ম্যাচটির দিকে কড়া মনোযোগ থাকে বিশ্বব্যাপী সব ক্রিকেট ভক্ত-সমর্থকদের। আজ দু’দলের বড় তারকাদের দিকেই থাকবে সবার দৃষ্টি নিবদ্ধ। উভয় দলেরও অনেক বড় নির্ভরতা এ দুই তারকার ওপর। সর্বশেষ এবার টি২০ ফরমেটে হওয়া এশিয়া কাপে আফ্রিদি তেমন কিছুই করতে পারেননি। তবে কোহলি ৫১ বলে ৪৯ রানের একটি ইনিংস খেলে দলকে জয়ী করেন। ওয়ানডে ফরমেটের ২০১৪ এশিয়া কাপে দু’দলের লড়াইটা ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। বল হাতে অবশ্য সেই ম্যাচে তেমন কিছু করতে পারেননি আফ্রিদি। কিন্তু ব্যাট হাতে যা করেছেন সেটা সহজে ভুলবে না ভারতীয় দল।
×