ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:২০, ১৯ মার্চ ২০১৬

টুকরো খবর

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৮ মার্চ ॥ দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এলাকাবাসীর তাদের লাশ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে উপজেলার চারুলিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে তানিম ইসলাম (৭) ও তার চাচাতো ভাই মনোয়ার হোসেনের মেয়ে মনোয়ারা খাতুন (৮) পরিবারের সকলের অজান্তে পার্শ্ববর্তী টিপু মাস্টারের পুকুরে গোসল করার জন্য যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে এলাকাবাসী। ৮ জুয়াড়ি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৮ মার্চ ॥ আড়াইহাজার থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলোÑ জালাল মিয়া, জাকির মিয়া, হারুন মিয়া, মজিবুর মিয়া, মোহাম্মদ আলী, আঃ সাত্তার, জাকির হোসেন ও আলম। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও সমাজ কল্যাণ বাজারে জুয়া খেলার সময় সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়। আবার বিশনন্দীর নয়াপাড়ায় জুয়া খেলার সময় আরেকজনকে গ্রেফতার করা হয়। ইয়াবাসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক শ’ পিস ইয়াবাসহ রনি হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার কোড়ালিয়া লঞ্চঘাট থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ঢাকা থেকে রাঙ্গাবালীর উদ্দেশে আসা প্রিন্স অব রাসেল লঞ্চ কোড়ালিয়া লঞ্চঘাটে পৌঁছলে পুলিশ অভিযান চালিয়ে কাছিয়াবুনিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ হাওলাদারের ছেলে রনিকে ওই ইয়াবাসহ গ্রেফতার করে। গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে বিজিবির অভিযানে প্রায় ৭০ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ও ৩১৮ বোতল ফেনসিডিল ও ৩৭ কেজি জিরাসহ ১ জনকে আটক করা হয়েছে। দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে প্রকাশ, শুক্রবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর রেলঘুন্টি বিজিবির অভিযানে ১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তি বগুড়া সদর উপজেলার চেলোপাড়া মহল্লার রায়দেবের পুত্র মহন দেব (৩৫)-এর কাছ থেকে প্রায় ৭০ হাজার পিস গরু মোটাতাজাকরণ প্রাকটিন ও রেনিউভিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে শুক্রবার সকালে হিলি রেলওয়ে স্টেশনে ট্রেন তল্লাশি করে ৩১৮ বোতল ফেনসিডিল ও ৩৭ কেজি জিরা উদ্ধার করে। শতবর্ষপূর্তি উৎসব সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১৮ মার্চ ॥ দামুড়হুদা উপজেলার দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন পিকেএসএফের চেয়ারম্যান ও উৎসবের প্রধান অতিথি ড. কাজী খলীকুজ্জমান আহমদ। উৎসব পরিষদের সভাপতি সংসদ সদস্য আলী আজগার টগরের সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস ও পুলিশ সুপার রশীদুল হাসান। শতবর্ষপূতি উপলক্ষে শোভাযাত্রা, বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবদুস সোবহান রাহাত আলী স্কুল নিজস্ব সংবাদদাতা, পটিয়া থেকে জানান, দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পালিত হয়েছে। শুক্রবার সকালে বর্ণাঢ্য এক শোভাযাত্রা পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলের মাঠে ১ম অধিবেশন শুরু হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। ২য় অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এতে সভাপতিত্ব করেন শতবর্ষ উদ্যাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ও পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। সাইক্লিং প্রতিযোগিতা নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৮ মার্চ ॥ নড়াইলে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নড়াইল-যশোর সড়কের গাবতলা থেকে প্রতিযোগিতা শুরু হয়। ১০ কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতা শেষ হয় নড়াইল চৌরাস্তায়। রেসলিং সাইকেল গ্রুপে প্রথম হয়েছেন রাশিদুল ইসলাম এবং দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মিজানুর রহমান ও শরিফুল ইসলাম। স্কাউট সমাবেশ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ কচুয়ায় গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪ দিনব্যাপী ‘একাদশ জেলা স্কাউট সমাবেশ’ শুরু হয়েছে। জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদাশা এমপি। বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম, মোঃ মমিনুর রশিদ, ইউএনও শরিফ নজরুল ইসলাম, কাজী মাহাবুবুর রশিদ, জেলা শিক্ষা অফিসার মোঃ জাকিরুল হক প্রমুখ। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নরসিংদী ১৮ মার্চ ॥ মাধবদী বাজার বড় মসজিদের অজুখানা, টয়লেট ও মার্কেটের জায়গা এক স্বার্থান্বেষী মহল কর্তৃক অন্যায়ভাবে দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জু’মার নামাজ শেষে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধনে অংশ নেয়। পরে মসজিদ কমিটির সভাপতি ও মাধবদী পৌরসভার সাবেক মেয়র শফিউদ্দীনের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনের অয়োজন করা হয়। সম্মেলনে মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন (কমিশনার), সাধারণ সম্পাদক হাজী মোঃ আবু বক্কর ছিদ্দিক বক্তব্য রাখেন । বরগুনায় তরমুজ গাছের সঙ্গে শত্রুতা নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১৮ মার্চ ॥ সদর উপজেলার নলী মাইঠা গ্রামের কৃষক ফজলুল হকের তরমুজ ক্ষেতের গাছ উপড়ে ফেলেছে শত্রুরা। জানা গেছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম মাইঠা গ্রামে ফজলুল হকের তরমুজ ক্ষেতে কে বা কারা হানা দিয়ে পাঁচ শতাধিক তরমুজ গাছ উপড়ে ফেলে। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়। সে এক একর ২০ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছিল। এতে তার খরচ হয় ৭০ হাজার টাকা। ইতোমধ্যে গাছগুলোতে ফুল ও ফল আসতে শুরু করেছিল। তার ক্ষেতের তরমুজ গাছগুলো বিনষ্ট করায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। হামলায় আহত তিন স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে হ্নীলায় স্বরাষ্ট মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জনৈক ইয়াবা কারবারির নেতৃত্বে সন্ত্রাসীরা মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ইসলাম, রহিম ও আবুল বশর নামে তিন যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় ৯নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় টইলরত পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে পাঠিয়েছে। মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে বৃহস্পতিবার রাত ২টার দিকে হোগলাবুনিয়া ইউনিয়নের পাঠামারা গ্রামে সুফিয়া বেগম নামে সংরক্ষিত নারী আসনের এক মেম্বার প্রার্থীর বাড়িতে ডাকাতি হয়েছে। মুক্তিযোদ্ধা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সুফিয়া বেগম ওই ইউপির ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রব হাওলাদার জানান, ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দল অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ৮০ হাজার টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নিয়েছে। কোটি টাকার কস্তুরী নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ১৮ মার্চ ॥ পাঁচবিবির কয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের কোটি টাকার ৫২পিস কস্তুরী (মৃগনাভী) উদ্ধার করেছে। বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি সদস্যরা শুক্রবার সীমান্তসংলগ্ন রামভদ্রপুর চারমাথা এলাকায় চোরাচালানিদের ধাওয়া করলে একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৫২ পিস কস্তুরী উদ্ধার করে।
×