ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মতলবে খাদ্যে বিষক্রিয়ায় ১১ শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ০৪:১৯, ১৯ মার্চ ২০১৬

মতলবে খাদ্যে  বিষক্রিয়ায়  ১১ শ্রমিক অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১৮ মার্চ ॥ মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে নির্মাণাধীন বহুতল ভবনে কর্মরত ১১ নির্মাণ শ্রমিক খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার সকাল ৯টায় শ্রমিকরা খাবার গ্রহণের পর পরই একে একে অসুস্থ হয়ে পড়ে। তাদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। একাধিক শ্রমিক জানান, এক বছর যাবত তারা একটি বেসরকারী সংস্থার ৭তলা ভবনের কাজ করছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে সকালের খাবার (ভাত ও মিষ্টি কুমড়া) খায়। এর ১০/১৫ মিনিটের মধ্যেই অনেকের মাথা ঘোরা অনুভূত হয় এবং বমি করতে শুরু করে। স্থানীয় লোকজন তাদের অবস্থা খারাপ দেখে চিকিৎসার জন্য মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নির্মাণাধীন ভবনের প্রজেক্ট ম্যানেজার ফরহাদ মিয়া বলেন, সকালের খাবার খাওয়ার পরেই শ্রমিকদের এ সমস্যা হয়েছে। কিভাবে এই অবস্থার সৃষ্টি হয়েছে, তা জানা নেই। মতলব উপজেলা স্বাস্থ্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একেএম মাহাবুবুর রহমান বলেন, খাদ্যে বিষক্রিয়ার শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ে। তবে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা দ্রুত সুস্থ হয়ে উঠবে আশা করছি।
×