ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবির হল থেকে জিহাদী বই উদ্ধার

প্রকাশিত: ০৪:১৬, ১৯ মার্চ ২০১৬

রাবির হল থেকে  জিহাদী বই উদ্ধার

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল থেকে বেশকিছু জিহাদী বইসহ শিবিরের ক্যালেন্ডার ও রিপোর্ট বই উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে হল কর্তৃপক্ষ দ্বিতীয় ব্লকের সিঁড়ির মাঝামাঝিতে স্থাপন করা বৈদ্যুতিক বাক্স থেকে এগুলো উদ্ধার করে। জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র দেব বলেন, বৈদ্যুতিক বাক্সটির ভেতরে জিহাদী বই, শিবিরের রিপোর্ট বই, ছাত্র সংসদ বই, বিভিন্ন ম্যাগাজিন, কনটেস্ট কোচিং সেন্টারের শিট ও ক্যালেন্ডার পাওয়া যায়। তবে রিপোর্ট বইটিতে কারো নাম উল্লেখ নেই। হল ছাড়ার সময় অনিরাপদ ভেবে কেউ এগুলো লুকিয়ে রেখে যেতে পারে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান বলেন, হল প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
×