ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অশোভন অঙ্গভঙ্গির অভিযোগ

না’গঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানকে সতর্ক করে চিঠি

প্রকাশিত: ০৪:১৫, ১৯ মার্চ ২০১৬

না’গঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানকে সতর্ক করে চিঠি

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৮ মার্চ ॥ সদর উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাসের বিরুদ্ধে নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জে ধনিক শ্রেণীর বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ ক্লাব সদস্য, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাসকে গত ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় দেয়া চূড়ান্ত সতর্কীকরণপত্রে উল্লেখ করেছে, ‘আপনার এরূপ কর্মকা-ে অনুষ্ঠানে আগত সম্মানিত সদস্যবৃন্দ ও তাদের পরিবারবর্গ চরম বিব্রতবোধ করেন।’ আজাদ বিশ্বাসকে দেয়া এই চূড়ান্ত সতর্কীকরণপত্রটি ক্লাবের নোটিসবোর্ডে টাঙানোর পর সদস্যদের নজরে পড়ে। নারায়ণগঞ্জ ক্লাবের সদস্য সংখ্যা ১৪শ’। বৃহস্পতিবার চূড়ান্ত সতর্কীকরণপত্রটি সাংবাদিকদের হাতে এসে পৌঁছে। অনুসন্ধানে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ তাদের সদস্যদের স্ত্রী, কন্যা ও নারী সদস্যদের জন্য মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে বিকেল সাড়ে ৪টায় উপজেলা চেয়ারম্যান আজাদ বিশ্বাসকে অনুষ্ঠানস্থলের ফোয়ারা চত্বরে দৃষ্টিকটু ভঙ্গিমায় শারীরিক কসরত করতে দেখা যায়। তার অশোভন অঙ্গভঙ্গিতে অনুষ্ঠানে আগত নারীরা বিব্রতবোধ করেন। ইতোপূর্বেও এ ধরনের ঘটনা ঘটানোর কারণে প্রথম দফায় ২০১১ সালের ১ আগস্ট আজাদ বিশ্বাসকে সতর্ক করে চিঠি দেয় ক্লাব কর্তৃপক্ষ। এছাড়া ক্লাবের জিম ও সুইমিংপুল নারীরা যে নির্ধারিত সময় ব্যবহার করেন সে সময়ে তিনি অনাকাক্সিক্ষতভাবে সেসবের আশপাশে ঘোরাফেরা করেন বলে অভিযোগ রয়েছে।
×