ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ

রাজাকার খোকার বিরুদ্ধে দ্বিতীয় দফা তদন্ত শেষ

প্রকাশিত: ০৪:১৪, ১৯ মার্চ ২০১৬

রাজাকার খোকার বিরুদ্ধে দ্বিতীয় দফা তদন্ত শেষ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১৮ মার্চ ॥ আদমদীঘির রাজাকার কমান্ডার বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল মোমেন তালুকদার খোকার ১৯৭১ সালে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের (হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের) ঘটনাস্থলসমূহ পরিদর্শন ও সাক্ষ্যগ্রহণের মাধ্যমে দ্বিতীয় দফার তদন্তকাজ সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। জানা গেছে, ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জেডএম আলতাফুর রহমানের নেতৃত্বে তদন্ত দল আদমদীঘি উপজেলা সদরের সুদীন রেলওয়ে ব্রিজসংলগ্ন গণকবর, সান্তাহার ইউনিয়নের কাশিমালা গ্রাম, সান্তাহার পৌর শহরের রথবাড়ি (জমিদার সুরেন্দ্র নাথের বাড়ি), নতুন বাজার এলাকার হাজী মোমিন অয়েল মিল (পাক হানাদারদের অস্ত্রাগার), সড়ক ও জনপথের কারখানা বিভাগে থাকা পাকি সেনা ও রাজাকারদের ক্যাম্প, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের ছোট আঁখিড়ার খাড়ির পাশে এবং আদমদীঘি উপজেলা সদরের খাড়ির ব্রিজের পাশে শ্মশানঘাট গণকবর (চার মুক্তিযোদ্ধা) এবং শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আকন্দের গ্রাম কোমরপুর, শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের গ্রাম চকসোনা, শহীদ মুক্তিযোদ্ধা মনসুরুল হক টুলু এবং শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের গ্রাম কাঞ্চনপুর সরেজমিন পরিদর্শন করেন। এছাড়া তদন্ত দল ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার কমান্ডার খোকা তালুকদারের মানবতাবিরোধী অপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য উপজেলার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবার এবং মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার গ্রহণ করেছেন। এ সময় ’৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ব্যাপক তথ্যপ্রমাণ সংগ্রহ হয়েছে বলে জানা গেছে। ১৩ মার্চ থেকে ১৬ মার্চ বুধবার পর্যন্ত তদন্তকাজ চালানো হয় বলে আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সূত্রে তথ্য মিলেছে। এর পূর্বে ১৪ জানুয়ারি প্রথম দফায় প্রাথমিক তদন্ত হয়।
×