ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃদ্ধ ও চালক খুন ॥ কিশোর শিশুর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৪, ১৯ মার্চ ২০১৬

বৃদ্ধ ও চালক খুন ॥ কিশোর শিশুর লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে বৃদ্ধ খুন ও কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জয়পুরহাটে ভ্যানচালক খুন এবং ভোলার চরফ্যাশনে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ রাজশাহীতে দুটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এর মধ্যে পুঠিয়ায় একজনকে জবাই করে হত্যা করা হয়েছে আর নগরীতে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নগর ও জেলা পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পুঠিয়ায় এ খুনের ঘটনা ঘটে। হত্যাকা-ের পর স্থানীয়রা হত্যাকারী সন্দেহে আসাম আলী (৩৮) নামের একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, শাহ মখদুম ঈদগাহ ময়দান থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিয়াজুল ইসলাম (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার গ-গোহলী গ্রামে নজরুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট ॥ কালাই উপজেলার ঘাটুরিয়া এলাকায় নুর ইসলাম ভোলা নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোলা বেগুনগ্রামের মোজাহার আলীর ছেলে। কালাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান, নুর ইসলাম ভ্যানগাড়ি চালানোর জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে ঘাটুরিয়া গ্রামের মাঠ থেকে পুলিশ লাশ উদ্ধার করে। চরফ্যাশন ॥ ভোলা চরফ্যাশনের হাজারীগঞ্জে নিখোঁজের একদিন পর শুক্রবার বেলা ১১টায় মাহিয়া (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত মাহিয়া সাকুচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমজাদ হোসেনের মেয়ে। শশীভূষণ থানা পুলিশ জানায়, নিহতের মুখে, গলার নিচে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে। ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের পর জানা যাবে এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু। এদিকে নিহত মাহিয়ার মা রাবেয়া বেগম জানান, বৃহস্পতিবার বিকেলে মাহিয়া নিজ বাড়ির উঠানে খেলা করার সময় নিখোঁজ হয়। তাকে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকযোগে প্রচার করাসহ রাতব্যাপী খুঁজতে থাকে। সকালে মাহিয়ার ফুফু তিনশত গজ দূরে লাশ ডোবার ভেতর দেখতে পান।
×