ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসলাম ও নৈতিক শিক্ষা

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৭, ১৯ মার্চ ২০১৬

দশম শ্রেণির পড়াশোনা

ইসলাম ও নৈতিক শিক্ষা (পূর্ব প্রকাশের পর) ২৫. সহজ সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে কী বলে? ক) আখলাকে যামীমাহ খ) নিন্দনীয় চরিত্র গ) আখলাকে হামীদাহ ঘ) আখলাক ২৬. এক মুসলমান তার অপর মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণে- ক) উদাসীন থাকে খ) ভীত থাকে গ) সচেষ্ট থাকে ঘ) অমনোযোগী থাকে ২৭. রাসুল (স)-এর দুধমাতার নাম কী? ক) হালিমা খ) রহিমা গ) মাইসা ঘ) আমিনা ২৮. মানব জাতি কয় জন নারীপুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে? ক) ২ জন খ) ৪ জন গ) ৬ জন ঘ) ৮ জন ২৯. কাকে আল্লাহদ্রোহী বলে গণ্য করা হয়? ক) কাফির খ) মুশরিক গ) মুনাফিক ঘ) ফাসিক ৩০. ‘আলকেমী’ অর্থ কী? ক) পদার্থ খ) উদ্ভিদ গ) রসায়ন ঘ) জীব ৩১. কিতাবুল মানাযির গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত? ক) রসায়ন খ) গণিত গ) চিকিৎসা ঘ) দৃষ্টিবিজ্ঞান ৩২. প্রত্যেক ধনী মুসলমানকে জীবনে একবার হজ করতে হবে- র. শরিয়তের বিধান অনুসারণ করার জন্য রর. আল্লাহর নির্দেশ পালনের জন্য ররর. বায়তুল্লাহ যিয়ারতের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৩. সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? ক) মা খ) বাবা গ) ভাই ঘ) বোন ৩৪. কোন যুদ্ধে বীরত্বের কারণে হযরত আলি (রা)-কে ‘যুলফিকার’ তরবারি উপহার দেওয়া হবে? ক) তাবুক যুদ্ধে খ) বদর যুদ্ধে গ) উহুদ যুদ্ধে ঘ) খায়বার যুদ্ধে ৩৫. ‘দারুল আরকাম’ কে গড়ে তোলেন? ক) মহানবী (স) খ) খলিফা মামুন গ) হযরত আবু বকর (রা) ঘ) হযরত উমর (রা) ৩৬. নবি-রাসূলগণের দীনের মৌলিক কাঠামো কী ছিল? ক) রিসালাতের বার্তা খ) আখিরাতের জীবন গ) তাওহিদের প্রচার ঘ) কবরের আযাব ৩৭. সূরা আত-তীনে কয়টি উপকারী বৃক্ষ ও ফলের শপথ করা হয়েছে? ক) তিনটি খ) পাঁচটি গ) দুটি ঘ) চারটি ৩৮. কোনটি সকল সৎগুণের মূল? ক) তাকওয়া খ) আমানত গ) ওয়াদা পালন ঘ) সততা ৩৯. অন্তরাত্মার পবিত্রতা কিসের মাধ্যমে অর্জন করা সম্ভব? ক) আত্মশুদ্ধির খ) আদলের গ) আনুগত্যের ঘ) ইহসানের ৪০. কোন ক্ষেত্রে কিয়াস প্রযোজ্য? ক) যেক্ষেত্রে কুরআন মজিদে সরাসরি সমাধান পাওয়া যায় না খ) যে ক্ষেত্রে কুরআন ও হাদিসে সরাসরি সমাধান পাওয়া যায় না গ) যে ক্ষেত্রে কুরআন, সুন্নাহ ও ইজমায় সরাসরি সমাধান পাওয়া যায় না ঘ) যে ক্ষেত্রে ইজতিহাদ করা সম্ভব নয় ৪১. যে গ্রন্থ ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ হয়েছে, তাকে কী বলে? ক) নবিগণের কিতাব খ) আসমানি কিতাব গ) রাসূলগণের কিতাব ঘ) সাহাবিদের কিতাব ৪২. সকল সৎকাজের প্রতিদান আল্লাহ কত গুণ বাড়িয়ে দেন? ক) দশ থেকে পাঁচশত খ) দশ থেকে ছয়শত গ) দশ থেকে সাতশত ঘ) দশ থেকে আটশত ৪৩. কৃৎসিত কামনাকে উত্তেজিত করে- ক) মার্জিত বেশভূষা খ) ইসলামী পোশাক গ) অশালীন বেশভূষা ঘ) মার্জিত আচার-আচরণ ৪৪. ‘বিজরুন’ শব্দের অর্থ কী? ক) পথ খ) বোঝা গ) সোজা ঘ) বক্ষ ৪৫. ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নিয়ে ঠাট্টা বিদ্রƒপ করাকে বলা হয় - ক) নিফাক খ) কিযব গ) যুলম ঘ) কুফর ৪৬. কী করলে মানুষ ব্যর্থ ও হতাশ হয়ে যায়? ক) শিরক খ) নিফাক গ) কুফর ঘ) কুফর ও নাফরমানি ৪৭. হযরত আবু বকর (রা) কোন ভ- নবির সাথে যুদ্ধ ঘোষণা করেন? ক) আবু জেহেল খ) আবু লাহাব গ) মুসায়লিমা কাযযাব ঘ) মুসায়লিমা কাহকাব ৪৮. ‘আর তারা (মুত্তাকিগণ) আখিরাতে দৃঢ় বিশ্বাস রাখে।’ সূরা বাকারার কত নম্বর আয়াতে বর্ণিত হয়েছে? ক) ২২৫ খ) ৪০ গ) ২৫ ঘ) ৪ উদ্দীপকটি পড় এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও : * ইসলামের ইতিহাসে আমরা যে কজন উল্লেখযোগ্য খলিফার নাম জানতে পারি তন্মধ্যে হযরত উমর (রা) ছিলেন অন্যতম। ৪৯. ইমানকে গাছের কোন অংশের সাথে তুলনা করা হয়েছে? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৫০. মহানবী (স) কাদের নিয়ে ‘হিলফুল ফুযুল ’ গঠন করেছিলেন? ক) সমাজতন্ত্র খ) রাজতন্ত্র গ) গণতন্ত্র ঘ) ধনতন্ত্র সঠিক উত্তর ২৫. (গ) ২৬. (গ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (ক) ৩০. (গ) ৩১. (ঘ) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (খ) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (গ) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (গ) ৪১. (খ) ৪২. (গ) ৪৩. (গ) ৪৪. (খ) ৪৫. (ঘ) ৪৬. (ঘ) ৪৭. (গ) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (খ)
×