ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৩:৫৬, ১৯ মার্চ ২০১৬

নবম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? ক) তৎপুরুষ খ) দ্বন্ধ গ) কর্মধারয় ঘ) অব্যয়ীভাব ২৭. শব্দ বা ধাতুর মূলকে কী বলে? ক) প্রকৃতি খ) কৃদন্ত গ) প্রত্যয় ঘ) ধাতু ২৮. সমাপিকা ক্রিয়া গঠিত হয় - ক) ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে খ) ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে গ) ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে ঘ) ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে ২৯. ‘চিকুর’- এর সমার্থক শব্দ কোনটি? ক) পিক খ) মেদিনী গ) অলক ঘ) গজ ৩০. ‘ক’ হতে ‘ম’ পর্যন্ত বর্ণগুলোকে কী বর্ণ বলা হয়? ক) মহাপ্রাণ বর্ণ খ) স্পর্শ বর্ণ গ) ওষ্ঠ্য বর্ণ ঘ) ঘোষ বর্ণ ৩১. ‘দরপাট্টা’ শব্দে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে? ক) আধা খ) অধীন গ) প্রতি ঘ) স্বল্প ৩২. ক্রমবাচক সংখ্যা কোনটি? ক) দ্বাদশ খ) পনেরোই গ) ঊনিশ ঘ) ১৮ ৩৩. আজকালকার চিনিতে মিষ্টি কম- এখানে ‘চিনি’ শব্দটি কোন ভাষা থেকে আগত? ক) জাপানি খ) চিনা গ) মায়ানমার ঘ) ফারসি ৩৪. ‘যে সকল অত্যাচারই সয়ে যায়’- এর সংক্ষেপণ কী হবে? ক) সর্বংসহা খ) সর্বসহ্যকারী গ) সহনশীল ঘ) সহ্যশীল ৩৫. অনুসর্গ কী কাজ করে? ক) বিভক্তির কাজ করে খ) শব্দের অর্থ স্পষ্টতর করে গ) শব্দের অর্থের পরিবর্তন করে ঘ) বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে ৩৬. সংস্কৃত শব্দের কিঞ্চিৎ পরিবর্তিত রূপে ব্যবহৃত শব্দ কোনগুলো? ক) তৎসম শব্দ খ) তদ্ভব শব্দ গ) অর্ধ-তৎসম শব্দ ঘ) দেশী শব্দ ৩৭. ‘সে যেন আসে’- এটি কোন বাচ্যের উদাহরণ? ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য ৩৮. কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ? ক) কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল খ) এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে গ) কাজটি কি তুমি করেছিলে ঘ) তুমি যদি যেতে, তবে ভালই হতো ৩৯. পরাশ্রয়ী বর্ণ কোনটি? ক) ং খ) ৎ গ) ঙ ঘ) য় ৪০. ‘দক্ষ’অর্থে ‘বাজ’ কোন প্রত্যয়? ক) সংস্কৃত প্রত্যয় খ) হিন্দি প্রত্যয় গ) কৃৎ প্রত্যয় ঘ) ফারসি প্রত্যয় ৪১. কোনটিতে উপকরণ বুঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে? ক) পাথুরে খ) মেছো গ) গেঁয়ো ঘ) নেয়ে ৪২. ‘শত্রুর সহিত সন্ধি চাই না’- ‘সহিত’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ক) অবধি অর্থে খ) সমগামিতা অর্থে গ) বিনা অর্থে ঘ) সমসূত্রে অর্থে ৪৩. নিচের কোনটি পরোক্ষ উক্তি? ক) স্নিগ্ধা বলল যে তিনি বাড়ি গিয়েছেন খ) সুমী বলল, ‘আমি বাড়ি যাব’ গ) শোভন বলল, ‘কি সুন্দর দৃশ্য’ ঘ) ‘আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক’ ৪৪. ‘অহরহ’- এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) অহঃ + রহ খ) অহঃ + অহ গ) অহঃ + অহঃ ঘ) অহ + রহ ৪৫. ‘গুলি’ শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়? ক) কথ্য রীতি খ) আঞ্চলিক রীতি গ) আধুনিক রীতি ঘ) সাধু রীতি ৪৬. কোনটি বাকপ্রত্যঙ্গ নয়? ক) তালু খ) নাসিকা গ) দন্ত ঘ) ললাট ৪৭. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কেন বহুব্রীহি সমাস হয়? ক) ব্যধিকরণ খ) সমানাধিকরণ গ) প্রত্যয়ান্ত ঘ) মধ্যপদলোপী ৪৮. ‘মহৎমন যার- এর সঠিক সমাসবদ্ধ পদ কোনটি? ক) মহামনা খ) মহৎমনা গ) মহানমনা ঘ) মহৎমন ৪৯. মিষ্টান্ন অর্থে ‘সন্দেশ’ কোন শ্রেণীর শব্দ? ক) যৌগিক শব্দ খ) রূঢ়ি শব্দ গ) দেশী শব্দ ঘ) যোগরূঢ় শব্দ ৫০. কোন বাক্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার করা হয়েছে? ক) মাথা ঝিম্ ঝিম্ করছে খ) এখন যেতে পার গ) সাইরেন বেজে উঠল ঘ) তিনি বলতে লাগলেন সঠিক উত্তর: ২৬. (গ) ২৭. (ক) ২৮. (ক) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (খ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (ঘ) ৩৬. (গ) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ক) ৪০. (ঘ) ৪১. (ক) ৪২. (ঘ) ৪৩. (ক) ৪৪. (খ) ৪৫. (ঘ) ৪৬. (ঘ) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (খ) ৫০. (ক)
×