ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শনি ও বৃহস্পতি গ্রহে হীরা বৃষ্টি!

প্রকাশিত: ০৩:৫৩, ১৯ মার্চ ২০১৬

শনি ও বৃহস্পতি গ্রহে হীরা বৃষ্টি!

সৌরজগতের দুই গ্রহ শনি ও বৃহস্পতির বুকে ঝরে পড়ে হীরা। সবচেয়ে বড় হীরার ব্যাস এক সেন্টিমিটার। দুটি গ্রহের বায়ুম-ল বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, সেখানে কার্বনের কঠিন রূপ হীরা রয়েছে প্রচুর পরিমাণে। গ্রহ দুটির বায়ুম-লে বজ্রপাতের ফলে মিথেন গ্যাস কার্বনে রূপান্তরিত হয়। এর পর সেগুলো কার্বনের দুটি ভিন্নরূপ গ্রাফাইট ও ডায়মন্ড আকারে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। প্রতি বছর প্রায় এক হাজার টন হীরা বৃষ্টি হয় শনি গ্রহে। Ñজি নিউজ বার্বির মতো সুন্দরী হতে... ব্রিটেনের ক্যামব্রিজশায়ারের সেন্ট নিওটসের সারাহ বার্গ (৪৯) জনপ্রিয় বার্বিডলের মতো সুন্দরী হতে পাঁচ লাখ ৩৯ হাজার ৫শ’ পাউন্ড ব্যয় করেছেন, যা একটি বিশ্বরেকর্ড। ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জননী ও বিউটিশিয়ান। ১শ’র বেশি সার্জারি ও কসমেটিক চিকিৎসায় তিনি এই অর্থ ব্যয় করেন। Ñডেইলি মেইল
×