ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিলে রুসেফের বিরুদ্ধে বিক্ষোভে কাঁদানে গ্যাস

প্রকাশিত: ০৩:৫২, ১৯ মার্চ ২০১৬

ব্রাজিলে রুসেফের বিরুদ্ধে বিক্ষোভে কাঁদানে গ্যাস

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে। দেশটিতে রাজনৈতিক সঙ্কটের প্রেক্ষাপটে দিলমা রুসেফকে পদত্যাগের আহ্বান জানায় বিক্ষোভকারীরা। খবর এএফপির। রুসেফ ও তার দল ওয়ার্কার্স পার্টির (পিটি) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এনে বৃহস্পতিবার রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেস ও প্রেসিডেন্টের সদরদফতরের সামনে হাজার হাজার লোক বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা সরকারী কার্যালয়ের দিকে এগুতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে।
×