ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাঠমান্ডুতে সুষমা স্বরাজ-সারতাজ আজিজ বৈঠক

পাঠানকোট হামলা তদন্তে ২৭ মার্চ ভারতে আসছে পাকিস্তানী টিম

প্রকাশিত: ০৩:৫১, ১৯ মার্চ ২০১৬

পাঠানকোট হামলা তদন্তে  ২৭ মার্চ ভারতে আসছে পাকিস্তানী টিম

ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গী হামলার তদন্ত করতে ২৭ মার্চ পাকিস্তানের জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) ভারত আসবে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের অবকাশে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পাকিস্তানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের বৈঠকের পর এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। খবর বিবিসির। সারতাজ আজিজের সঙ্গে প্রায় ২০ মিনিট ধরে বৈঠক শেষে সুষমা স্বরাজ বলেন, তাদের কথাবার্তার মধ্যে একটা বড় অংশজুড়ে ছিল পাঠানকোটে সন্ত্রাসী হামলা প্রসঙ্গ। আজিজের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সুষমা স্বরাজ জানান, আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পাকিস্তানের জেআইটির আসার তারিখ ঠিক হয়ে গেছে। তারা আগামী ২৭ মার্চ ভারতে আসবে এবং ২৮ তারিখ থেকে কাজ শুরু করবে। গত ২ জানুয়ারি পাঠানকোটে সন্ত্রাসী হামলার পর এই প্রথম দু’দেশের মধ্যে নেপালে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলো। সারতাজ আজিজ আগামী ৯-১০ নবেম্বর পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা সার্ক সম্মেলন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানান। সুষমা স্বরাজ পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পাঠানো আমন্ত্রণপত্র গ্রহণ করে নওয়াজ শরীফ ও সারতাজ আজিজকে ধন্যবাদ জানান। সারতাজ আজিজ আগামী ৩১ মার্চ যুক্তরাষ্ট্রে পরমাণু সুরক্ষা সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাক্ষাত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। যদিও ভারতের পক্ষ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোদি এবং শরীফের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে সরকারী ঘোষণা দেয়া হয়নি।
×