ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিপজ্জনক শিল্প বর্জ্যরে বৃহত্তম ভাগাড়

ক্রাসনি বোর রাশিয়ার রাসায়নিক চেরনোবিল

প্রকাশিত: ০৩:৫১, ১৯ মার্চ ২০১৬

ক্রাসনি বোর রাশিয়ার  রাসায়নিক চেরনোবিল

পরিবেশ আন্দোলন কর্মীরা সেন্ট পিটার্সবার্গের বাইরে এক বিশাল বিষাক্ত বর্জ্য মজুদ স্থানকে ‘রাসায়নিক চেরনোবিল’ বলে আখ্যায়িত করে বলেছেন, এ বর্জ্য রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এ শহরের পরিবেশের প্রতি এক বিপজ্জনক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় পরিবেশ আন্দোলনকর্মী ভিক্টোরিয়া মারকোভা সতর্ক করে দিয়ে বলেছেন। এটা দীর্ঘদিন ধরে এক মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি সম্প্রতি ক্রাসনিবোর বা রেড ফরেস্ট রাসায়নিক বর্জ্য স্থানের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ২৯ দিন অনশন পালন করেন। তিনি মনে করেন, এ বর্জ্যরে দূষণ তরল পদার্থের সঙ্গে চুইয়ে শহরের পানীয় জলে মিশে যেতে পারে। ৫০ বছর বয়সী মা-মারকোভা এএফপিকে বলেন, ‘আমরা চাই না এ স্থানটা এমন অবস্থায় থাকুক।’ ৭৩ হেক্টর (১শ’ ৮০ একর) জায়গাজুড়ে ক্রাসনি বোরের অবস্থান। রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিপজ্জনক শিল্প বর্জ্যরে বৃহত্তম মজুদ স্থান এটা। মারকোভা বলেন, এখানে উন্মুক্ত আকাশের নিচে ডোবাগুলোতে প্রায় ২০ লাখ টন বিষাক্ত বর্জ্য রয়েছে। একটি ডোবা ২৭ মিটার (৮৮ ফুট) গভীর, যা একটি সাততলা ভবনের সমান। পুরো এলাকাটির আয়তন একটি স্টেডিয়ামের সমান। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বরফগলা শুরু হলে ডোবাগুলোর উচ্চতা বেড়ে যায় এবং দূষিত জল পার্শ্ববর্তী নদী বোলশায়া আইঝোরকায় গিয়ে পড়ে। এ দূষিত পানি বৃষ্টির পানির সঙ্গে বেড়ে নেভা নদীতে গিয়ে পড়ে এবং এরপর সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের ট্যাপের পানিকে দূষিত করে তোলে। নদীপ্রবাহ বেড়ে শহরের কেন্দ্রস্থলে জল ছড়িয়ে পড়ে। দেশের প্রাকৃতিক সম্পদ বিষয়ক পর্যবেক্ষক রসপিরোদনাদজর ফেব্রুয়ারির মাঝামাঝিতে বলেছেন, ক্রাসনি বোরের চারদিকে যে খালটি রয়েছে তাতে বিপজ্জনক পদার্থের অবস্থান গ্রহণযোগ্য পর্যায়ের বাইরে চলে গেছে। স্থানীয় প্রসকিউটররা ওই মাসের প্রথমদিকে জানান যে, তারা খালের কয়েকটি বাঁধ সংস্কারের জন্য পলিগণ ক্রাসনি বোরের অপারেটরকে ৫ মাস সময় দিয়েছেন। পরিবেশ আন্দোলন কর্মীরা এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট অপারেটিং কোম্পানির প্রধান ও স্থানীয় কর্মকর্তাদের আমন্ত্রণ জানালে তারা সম্মেলনে উপস্থিত হননি। পরিবেশ আন্দোলনকর্মী এ্যানাতলি পলিয়াকভ বলেছেন, ক্রাসনিবোর এলাকা জনসাধারণের জন্য এখনও বন্ধ রয়েছে। আমরা সেখানকার কোন তথ্য পাচ্ছি না। পার্শ্ববর্তী তোলমানা গ্রামের পৌরপ্রধান ইউরকি কাভাশাও উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘কর্তৃপক্ষ বিশ্বাস করাতে চান যে, সমস্যা নেই এবং মারাত্মক পর্যায়ে যাওয়ারও কোন কারণ নেই।’ রাসায়নিক ও ওষুধ শিল্পের বিষাক্ত বর্জ্য মজুদের জন্য এ স্থানটির উদ্বোধন করা হয় ১৯৭০ সালে। ক্রাসনি বোরের অবস্থান একই নামের ক্রাসনিবোর গ্রাম থেকে মাত্র দু’কিলোমিটার এবং ঐতিহাসিক সেন্ট পিটার্সবার্গ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে। -এএফপি
×