ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেঙ্গু নিরাময়ে আসছে নতুন টিকা

প্রকাশিত: ০৩:৫০, ১৯ মার্চ ২০১৬

ডেঙ্গু নিরাময়ে আসছে নতুন টিকা

ডেঙ্গু নিরাময়ে নতুন ধরনের যে টিকা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তাতে প্রাথমিকভাবে আশাব্যঞ্জক ফল লক্ষ্য করা গেছে। টিভি০০৩ নামের এই টিকার কার্যকারিতা প্রমাণ করতে আরও পরীক্ষা করা প্রয়োজন বলে গবেষকরা মতপ্রকাশ করেছেন। এই টিকা সফল প্রমাণিত হলে তা মশাবাহিত রোগটির চিকিৎসায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেই বিবেচিত হবে। টিভি০০৩ নামের টিকার প্রথম পরীক্ষামূলক প্রয়োগের খবর বুধবার সায়েন্স ট্রান্সলেশনাল মেডিসিনে প্রকাশিত হয়েছে। মেক্সিকো, ব্রাজিল, ফিলিপিন্স ও এল সালভাদরের বাজারে ডেঙ্গু প্রতিরোধের একটি টিকা পাওয়া যায়। টিকাটি সম্ভবত যুক্তরাষ্ট্র বা অন্য অনেক দেশের জন্য উপযুক্ত নয়। ডেঙ্গভাক্সিয়া নামের প্রচলিত টিকাটি এশিয়া ও লাতিন আমেরিকার প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সফল প্রমাণিত হয়েছে। কিন্তু টিকাটি শিশু-কিশোরদের মধ্যে এই রোগ প্রতিরোধে কার্যকর নয়। বরং তাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। এ কারণেই যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন একটি টিকা তৈরির চেষ্টা করছেন যে ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ ঘটার আগেই দেহে যে এই রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হয় সে ব্যবস্থা করা। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের গবেষক স্টেফেন হোয়াইটহেড বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই ডেঙ্গু নিয়ন্ত্রণ অগ্রাধিকারমূলক জনস্বাস্থ্য ইস্যু হিসেবে রয়েছে। সমস্যা হলো, ডেঙ্গু নিয়ে কাজ করা অত সহজ নয়। যেকোন টিকা উদ্ভাবনে প্রচলিত যেসব পদ্ধতি অনুসরণ করা হয় টিভি০০৩ নামের এ টিকা গবেষণা সে পথে যাননি গবেষকরা। প্রচলিত নিয়ম হলো ভাইরাস আক্রান্তদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করে দেখা। পদ্ধতিটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। এ পদ্ধতিতে কাজ করলে অনেক ক্ষেত্রে ১০ বছর সময় লাগে। কোটি কোটি ডলার খরচ হয়। নতুন পদ্ধতিটি কী ধরনের সে সম্পর্কে বিজ্ঞানীরা বিস্তারিত কিছু না জানালেও তারা বলেছেন, টিকাটি কিভাবে কাজ করছে সে বিষয়ে শীঘ্রই জানাতে পারবেন। Ñসিএনএন
×