ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

প্রকাশিত: ০৮:২৩, ১৮ মার্চ ২০১৬

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

বিডিনিউজ ॥ একাত্তরের ২৫ মার্চ রাতের আঁধারে মুক্তিকামী বাঙালীর ওপর পাকিস্তানী সেনাবাহিনীর বর্বর আক্রমণ স্মরণে দিনটিকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের একটি সংগঠন। জেনোসাইড একাত্তর ফাউন্ডেশনের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর জানান, এই দাবিতে ওই দিন ১২টা ১ মিনিটে আলো নিভিয়ে গণহত্যার শিকার শহীদদের স্মরণ করবেন তারা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে ইতোমধ্যেই আমরা জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ও যুক্তরাষ্ট্র কংগ্রেসে স্মারকলিপি দিয়েছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বিষয়টি নিয়ে নিয়ে আমরা বৈঠক করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, শীঘ্রই জাতিসংঘে এ বিষয়ে একটি প্রস্তাব তোলা হবে।’ প্রদীপ জানান, কালরাত স্মরণে ২৪ মার্চ রাত ৮টা থেকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে দেশের গান ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি পরিবেশিত হবে। এর আগে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হবে। আর মধ্যরাতের কর্মসূচীর সমাপ্তি ঘটবে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদসহ প্রবাসীদের বিভিন্ন সংগঠন এসব কর্মসূচী আয়োজনে সহায়তা করছে বলে জানান তিনি। জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা ॥ স্বাধীনতা দিবসে নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির নেতৃত্বে এক শোভাযাত্রায় অংশ নেবে প্রবাসী সংগঠনগুলো।
×