ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানদের ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা শ্রীলঙ্কার

প্রকাশিত: ০৮:১৭, ১৮ মার্চ ২০১৬

আফগানদের ৬ উইকেটে হারিয়ে শুভ সূচনা শ্রীলঙ্কার

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপে শুভ সূচনা করেছে গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার প্রাথমিক রাউন্ড পেরিয়ে আসা আফগানিস্তানকে ‘গ্রুপ-১’ ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দেয় তারা। টস জিতে আগে ব্যাট করে অধিনায়ক আসগর স্ট্যানিকজাইয়ের অর্ধশতকে সাত উইকেটে ১৫৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল আফগানরা। জবাবে তিলকারতেœ দিলশানের অপরাজিত ৮৩ রানে ১৮.৫ ওভারে চার উইকেটে ১৫৫ রান তুলে জয় পায় শ্রীলঙ্কা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভাল হয়নি আফগানদের। দলীয় ১২ রানেই সাজঘরে ফেরেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ (৮)। শ্রীলঙ্কার তিন পেসার শুরু থেকেই দারুণ বোলিং করেছেন। পাওয়ার প্লের ৬ ওভারে অবশ্য আফগানরা ১ উইকেটে ৩৬ রান তোলে। এর পর দ্রুত তিনটি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে তারা। দলীয় ৫১ রানে যখন চার উইকেট হারিয়ে বসে তখন ১১ ওভার পেরিয়ে গেছে। একপ্রান্তে অধিনায়ক আসগর স্ট্যানিকজাই দুর্দান্ত ব্যাটিং করছিলেন। পঞ্চম উইকেটে তার সঙ্গে মাত্র ৩৩ বলে ৬১ রানের জুটি গড়েন সামিউল্লাহ শিনওয়ারি। ১৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রান করে সামিউল্লাহ বিদায় নিলেও থামানো যায়নি আসগরকে। ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকিয়ে তিনি ৪৭ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬২ রান করে বিদায় নেন। ততক্ষণে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়ে গেছে আফগানরা। শেষ ৯ ওভারে আফগানরা যোগ করে ১০২ রান! ৭ উইকেটে শেষ পর্যন্ত ১৫৩ রান তোলে তারা। থিসারা পেরেরা তিনটি, রঙ্গনা হেরাথ দুটি উইকেট নেন। জবাব দিতে নেমে লঙ্কানদের উড়ন্ত সূচনা এনে দেন দিনেশ চান্দিমাল-দিলশান। ষষ্ঠ ওভারে চান্দিমাল (১৮) মোহাম্মদ নবির বলে সাজঘরে ফেরেন। তবে পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেটে ৪১ রান তুলে বেশ ভাল অবস্থানেই ছিল শ্রীলঙ্কা। লাহিরু থিরিমান্নে (৬) বেশিক্ষণ থাকতে পারেননি। দিলশানকে থামানো যায়নি। তিনি ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক পেয়ে যান মাত্র ৩৭ বলে। অপরপ্রান্তে থিসারা পেরেরা (১২) ও চামারা কাপুগেদেরা (১০) রান আউট হন। এর পর অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুস নেমে ঝড়ো ব্যাটিং করে দলের জয় সহজ করে দেন। তিনি ১০ বলে তিন চার ও এক ছক্কায় ২১ এবং দিলশান ৫৬ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৮৩ রান করে অপরাজিত থাকেন। ৭ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৫৫ রান তুলে জয় ছিনিয়ে নেয় লঙ্কানরা। স্কোর ॥ আফগানিস্তান- ১৫৩/৭; ২০ ওভার (আসগর ৬২, সামিউল্লাহ ৩১, নুর আলী ২০, নাজিবুল্লাহ ১২*; থিসারা ৩/৩৩, হেরাথ ২/২৪)। শ্রীলঙ্কা- (দিলশান ৮৩*, ম্যাথুস ২১*, চান্দিমাল ১৮; নবি ১/২৫, রশিদ ১/২৭)। ফল ॥ শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ তিলকারতেœ দিলশান (শ্রীলঙ্কা)।
×