ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর টেলি সংলাপ আজ

প্রকাশিত: ০৭:৫৯, ১৮ মার্চ ২০১৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রীর টেলি সংলাপ আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের টেলিফোন সংলাপ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা ছয়টায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হেমন্ডের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এই টেলিফোন সংলাপ হবে। সংলাপে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানায়। ঢাকা থেকে ভিসা কার্যক্রম দিল্লীতে সরিয়ে নেয়া, ঢাকা-লন্ডন কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞা, ঢাকা-লন্ডন বিমান চলাচল বন্ধে হুঁশিয়ারি, দফায় দফায় ভ্রমণ সতর্ক বার্তা জারি ইত্যাদি কার্যক্রমে ঢাকা-লন্ডন কূটনৈতিক সম্পর্কে এখন টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চিঠি চালাচালির পর আজ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে টেলিসংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে যুক্তরাজ্যের উদ্বেগ প্রকাশের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এক চিঠি দেন। তার দুদিন পর সেই চিঠির উত্তরও দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশের এসব ইস্যু নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হেমন্ড পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে টেলিফোন সংলাপে আগ্রহ প্রকাশ করেন। সে অনুযায়ী আজ শুক্রবার দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন সংলাপ হবে।
×