ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেপালে সার্ক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু

প্রকাশিত: ০৭:৫৮, ১৮ মার্চ ২০১৬

নেপালে সার্ক পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু

কূটনৈতিক রিপোর্টার ॥ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) অগ্রগতি পর্যালোচনা করতে সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন বৃহস্পতিবার নেপালে শুরু হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীরা আসন্ন সার্ক শীর্ষ সম্মেলনের আগে সংস্থার অগ্রগতি পর্যালোচনা করছেন। এ ছাড়া আন্তঃসংযোগ, উন্নয়ন, বাণিজ্য ও সন্ত্রাসবাদ দমনের মতো অভিন্ন ইস্যু নিয়েও আলোচনা শুরু হয়েছে। নেপালের পোখরায় বৃহস্পতিবার সকালে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এ সময় সার্কের মহাসচিব অর্জুন বাহাদুর থাপা সদস্য দেশগুলোর মধ্যে বন্ধন আরও জোরালো করার জন্য আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ, নেপালের পররাষ্ট্র মন্ত্রী কামাল থাপা, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দোনেয়া মাওমুন, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী মাঞ্জালা সামারাওরা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামাজো দর্জি ও আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিকমাহ খালিদ কারাজী উপস্থিত ছিলেন।
×