ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলে গেলেন বুকারজয়ী এ্যানিটা ব্রুকনার

বিশ্বসাহিত্যের টুকরো খবর

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ মার্চ ২০১৬

বিশ্বসাহিত্যের টুকরো খবর

চলে গেলেন বুকারজয়ী উপন্যাসিক এ্যানিটা ব্রুকনার। ১৯৭২ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘গ্রুজি: ১৭২৫-১৮০৫’। এটি ছিল মুলত আর্ট এবং এর ঐতিহাসিক ঘটনা বিশ্লেষন। একারনে তিনি একজন ঐতিহাসিকও। ১৯৮৪ সালে ‘হোটেল ডু লাক‘ লিখে তিনি পেয়ে যান বুকার। তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা মোট ২৪টি। এ্যানিটা ব্রুকনার ১৯২৮ সালে লন্ডনের হেরনে হিল শহরে জন্মগ্রহন করেন। ৫৩ বছর বয়সে তিনি প্রকাশ করেন প্রথম উপন্যাস ‘এ্যা স্টার্ট অফ লাইফ’। তার লেখার পেক্ষাপট ও উপকরন ছিল মুলত সমাজের মধ্যবিত্ত শ্রেনীর মানুষের জীবন ও অন্তঃদন্দ। ‘হোটেল ডু লাক‘ তার এমনই একটি সৃষ্টি। তিনি ইউনির্ভাসিটি অফ ক্যামব্রিজে শিক্ষকতা করেছেন। ‘চিলড্রেন‘স চয়েস বুক’ চলছে ভোট গ্রহণ ‘চিলড্রেন‘স চয়েস বুক’ এ্যাওয়ার্ডের চুড়ান্ত নির্বাচনের জন্য অনলাইনে ভোট গ্রহন চলছে। চলতি মাসের ৮ তারিখে শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। ২০০৮ সাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ পুরষ্কার দেয়ার প্রথা। শিশু সাহিত্যে দেয়া এটিই একমাত্র পুরষ্কার যার নাম থেকে শুরু করে ইলাসট্রেশন, কনটেন্ট সব কিছুই নির্বাচন করা হয় শিশু ও কিশোরদের দেয়া ভোট থেকে। আর চুড়ান্ত বিজয়ীর নাম ঘোষনা করা হবে ৮‘মে। সারা পৃথিবীর শিশু কিশোরদের অংশগ্রহনের সুযোগ রয়েছে এখানে। মূলত এ পুরষ্কারটি দেয়া হয় শিশু কিশোরদের লেখালেখি ও সাহিত্যে অনুপ্রানিত ও আগ্রহী করতে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে দেয়া হয় পুরষ্কারটি যার মধ্যে রয়েছে বিশেষভাবে বইয়ের প্রচ্ছদ ও উপাদান। মেডিসিন থিম এ্যাওয়ার্ড ২০১৬ মেডিসিন থিম এ্যাওয়ার্ড ২০১৬’এর জন্য চুড়ান্ত ছয় জনের নাম প্রকাশ করা হয়েছে। এ পুরষ্কারটি দেয়া হয় মানব দেহের বিভিন্ন শারিরিক ও মানসিক অশান্তি বা রোগ পুঁজি করে যারা সৃষ্টি করেন গল্প উপন্যাস। চুড়ান্ত মনোনীত লেখক পুরষ্কার মূল্য হিসেবে পাবেন ৩০ হাজার পাউন্ড। প্রতি বছর লন্ডন থেকে দেয়া হয় মেডিসিন থিম এ্যাওয়াডটি। এখন পর্যন্ত সংক্ষিপ্ত মনোনীতরা হলেন এ্যলেক্স ফ্যেবি, সারা মোস, ক্যাথি রেনজেনব্রিন্ক, এ্যামি লিটট্রপ, সুজানে ও’সুলিভ্যান এবং স্টিভ সিলভাম্যান। জার্মান লেখক ড্যানিয়েল পল সিজবার এ বিষয়ে প্রথম পুরষ্কার দেয়ার প্রস্তাব করেন। এখন এ বিষয়ে পুরষ্কার দেয়া হয় তবে জার্মানী থেকে নয় লন্ডন থেকে।
×