ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাইফ সাপোর্ট

প্রকাশিত: ০৬:৪৩, ১৮ মার্চ ২০১৬

লাইফ সাপোর্ট

(কবি রফিক আজাদকে নিবেদিত) মারুফ রায়হান কবিতা বিকল্প হতে পারে আর্ত ধমনীতে বিশুদ্ধ রক্তের যে-অদৃশ্য সঞ্জীবনী ধ্বস্ত হৃৎপি- সামালে সক্ষম অন্ধকার কুঠুরিতে কবিতাই শ্বাসের বাতাস রোরুদ্যমান রাজহংসীর সূক্ষ্ম সুখ, পরম সান্ত¡না শেষ পর্যন্ত কবিতাই সমব্যাথি অসহ্য শোকের সহযাত্রী বটে অলৌকিক আনন্দযাত্রার যখন বিহ্বল মন, প্রাণ হাঁসফাঁসÑ কবিতাই লাইফ সাপোর্ট ভালোবাসাহীনতায় মৃত্যু হলো জীবনের ডাক নাম প্রকৃত কবিতা মানে প্রেম পিপাসায় তৃষ্ণার সুপেয় জল সত্তার সুতীব্র হাহাকারে স্বার্থহীন মিত্র জানি যন্ত্রণার একশেষ করেছে ‘প্রাণসহায়ক’ যন্ত্র কবি তবু সর্বংসহা; আইসিইউ থেকে ঊর্ধ্বলোকে তাঁর যাত্রা পেছনে রইলো পড়ে কবিতাঅপার, প্রাণদায়ী সুধারস- বিভ্রান্ত যুগল, রুদ্ধ মন, আহত হরিণী, আর দগ্ধ দেবদারু লাইফ সাপোর্ট পায় নিরন্তর তাঁর কবিতায়...
×