ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লেবু উৎসব

প্রকাশিত: ০৬:৩৪, ১৮ মার্চ ২০১৬

লেবু উৎসব

বিশ্বের নানা দেশে পালন করা হয় ব্যতিক্রমী উৎসব। তেমনই একটি ফ্রান্সের লেমন বা লেবু উৎসব। এটি একটি বিশেষ উৎসব। দিন দিন বিশ্বব্যাপী পরিচিতি পাচ্ছে এই উৎসব। সারা পৃথিবী থেকে প্রায় এক লাখ ষাট হাজার দর্শনার্থী প্রতিবছর এই উৎসবে যোগ দেয়ার জন্য ফ্রান্সে ভিড় করে। ১৯৯২ সালে স্বল্প পরিসরে এই উৎসবটি আয়োজন করে হোটেল রিভারিয়ার। তবে কিছুদিনের মধ্যেই উৎসবটি ফ্রান্সের নটনবাসীর কাছে জনপ্রিয় হয়ে ওঠে। লেবু দিয়ে তৈরি নানারকম মূর্তি তৈরি করাই এই উৎসবের মূল প্রতিপাদ্য। বিভিন্ন দেশের বিখ্যাত সব স্থাপনা লেবু দিয়ে তৈরি করে দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হয়। আর এই সব ভার্স্কয তৈরির জন্য ব্যবহিত হয় ১৪৫ টন কমলালেবু ও লেবু। প্রতিবছর ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে মার্চের দুই তারিখ পর্যন্ত উৎসবটি উদযাপিত হয়ে থাকে। এ বছরও বেশ জাঁকঝমক পরিবেশে পালিত হলো ২৪তম লেমন উৎসব। টুটুল মাহফুজ
×