ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ব নারী দিবসে পেশাজীবী নারীকে পুরস্কার

প্রকাশিত: ০৬:৩১, ১৮ মার্চ ২০১৬

বিশ্ব নারী দিবসে পেশাজীবী নারীকে পুরস্কার

বিভিন্ন পেশায় নারী নেতৃত্বের অবদানের আনন্দ উদ্যাপনে দ্বিতীয়বারের মতো ৮ মার্চ, ২০১৬ ঢাকায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর লা মেরিডিয়ান ঢাকা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ‘ইয়েলো প্রেজেন্টস ইন্সপাইরিং উইমেন এ্যাওয়ার্ড’ শীর্ষক পুরস্কার প্রদানের মাধ্যমে দেশের বিভিন্ন খাতের পেশাজীবী নারীদের সম্মান জানানো হয়। এতে বিভিন্ন স্থানীয় ও বহুজাতিক কর্পোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও বিদেশী দূতাবাসগুলোর কূটনীতিক মিলিয়ে ৫০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। নারীর ক্ষমতায়ন ও তাঁদের উৎসহা দেয়াই হলো এ পুরস্কার প্রদানের লক্ষ্য, যাতে তাঁরা পেশাদারি জগতের বিভিন্ন খাতে নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হতে পারেন। ‘ইন্সপাইরিং উইমেন লিডারশিপ’ নামক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ২০১৫ সালে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। ওই সম্মেলনে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বের সঙ্গে উঠে আসে সেটি ছিলÑ ইতোমধ্যে রোল মডেল হয়ে ওঠা নারীদের কর্মের যথাযথ স্বীকৃতি ও অনুপ্রেরণা প্রদান করা। সে আলোকেই সমাজের কাছে রোল মডেল ও অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারেন এমন সব পেশাজীবী নারীদের খুঁজে বের করে পুরস্কার প্রদানের এই উদ্যোগটি নেয়া হয়। এবারে মোট ১৬টি ক্যাটাগরি বা শ্রেণীতে রোল মডেল নারীদের পুরস্কার দেয়া হয়। মাসব্যাপী মনোনয়নের পর কর্পোরেট এবং ব্যবসায় খাতের নারীদের মধ্য থেকে পুরস্কার বিজয়ীদের নির্বাচিত করা হয়েছে। এবারের এই অনুষ্ঠানে ১৯ জন নারীর মধ্যে প্রেরণাদায়ী নারী (নৃত্যশিল্পী) হিসেবে সম্মাননায় ভূষিত হয়েছেন দেশের অন্যতম মণিপুরী নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব । নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেছেন দেশের একটি অভিজ্ঞ এইচ আর এক্সপার্ট টিম। এ অনুষ্ঠান উপলক্ষে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ওয়ার্দা রিহাব ও গান পরিবেশন করেন শায়ান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ছিল নৈশভোজের আয়োজন। সবশেষে আগত দর্শনার্থীদের গিফ্ট হ্যাম্পার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। অপরাজিতা ডেস্ক
×