ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা যতই সফল হচ্ছেন, ষড়যন্ত্র ততই গভীর হচ্ছে ॥ নাসিম

প্রকাশিত: ০৬:২৬, ১৮ মার্চ ২০১৬

শেখ হাসিনা যতই সফল হচ্ছেন, ষড়যন্ত্র ততই গভীর হচ্ছে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধুর মতো তাঁর কন্যা শেখ হাসিনা যতই সফল হচ্ছেন, ষড়যন্ত্র ততই গভীর হচ্ছে। সরকার ও জনগণের বিরুদ্ধে চক্রান্ত-ষড়যন্ত্র এখনও চলছে। খালেদা জিয়ার দল বিএনপি এই চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে অতন্দ্র প্রহরীর মতো ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে রাজপথ পাহারা দিতে হবে। যাতে অতীতের মতো সব চক্রান্ত-ষড়যন্ত্র ও নাশকতা রুখে দেয়া যায়। বৃহস্পতিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জš§বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, তিন কারণে ২০১৯ সালে আওয়ামী লীগ আবার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। আর সেই তিনটি কারণ হচ্ছেÑ নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু নির্মাণ, বিদ্যুত সমস্যার সমাধান এবং গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে গণতন্ত্র বাঙালীর জন্য আমরা সেই গণতন্ত্রে বিশ্বাসী। দেশ ও জাতির স্বার্থে জ্বালাও-পোড়াও, ধ্বংসাত্মক কর্মকা- বরদাশ্ত করবে না আওয়ামী লীগ। কারও উপদেশ-প্রেসক্রিপশন দিয়ে বাংলাদেশে গণতন্ত্র চলবে না। বাংলাদেশে আর ১৫ আগস্ট, ২১ আগস্ট, ৩ নবেম্বরের মতো ঘটনা ঘটতে দেয়া হবে না। আমরা দুষ্টের দমন, আর শিষ্টের পালনে বিশ্বাসী। একাত্তর, পঁচাত্তর ও ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীদের সঙ্গে কোন ধরনের আপোস হবে না। দেশকে সন্ত্রাস ও জঙ্গীমুক্ত রাখতে সব কিছু করা হবে। আমাদের লক্ষ্য উন্নয়নের মাধ্যমে জনগণের মন জয় করে ২০১৯-এর পর ২০২৪ সালের নির্বাচনেও বিজয়ী হওয়া। তাহলে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব হবে। ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে এ দুটি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হতে পারলে একদিকে দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে, অন্যদিকে বিএনপি-জামায়াত অস্তিত্ব থাকবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি দারুস সালামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, এসএম জাকির হোসাইন প্রমুখ। অন্যান্য কর্মসূচী ॥ বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানান, নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঢাবিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে সকাল ৯টায় একটি র‌্যালি বের করা হয়। চক্রান্ত করে শেখ হাসিনার কাছ থেকে সরানো হচ্ছে- ড. আনোয়ার ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, সব সময় উত্থানপর্বে ষড়যন্ত্র চলে। ১৯৭৫ সালে হয়েছিল, এখনও হচ্ছে। সিভিলিয়ান ও রাজনীতি সচেতন লোকদের চক্রান্ত করে শেখ হাসিনার কাছ থেকে সরানো হচ্ছে। যেমন ড. আবুল বারকাতকে জনতা ব্যাংক থেকে সরানো হয়েছে। এখন গবর্নর ড. আতিউর রহমানকে। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনায় তিনি আরও বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর আশপাশে যেভাবে শূন্যতা সৃষ্টি করে তাঁকে হত্যা করা হয়েছিল, ঠিক একই কায়দায় শেখ হাসিনার চারপাশে শূণ্যতা তৈরি করা হচ্ছে।
×