ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ৫

প্রকাশিত: ০৫:৪১, ১৮ মার্চ ২০১৬

মাগুরায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত,  আহত ৫

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৭ মার্চ ॥ জেলার শালিখা উপজেলার রামকান্তপুরে বুধবার দিবাগত রাত ২টায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ওবায়দুর শিকদার নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি ও ৫ রাউন্ড বন্দুকের গুলির খোসাসহ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় শালিখা থানার এসআই নাসিরসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানায় পুলিশ। নিহত ওবায়দুর জেলার শালিখা উপজেলার হাটবাড়িয়া গ্রামের হেজাবউদ্দিনের ছেলে। জোলার পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ জানান, রাত ২টার দিকে মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর ব্রিজ এলাকায় সড়কে গাছ কেটে রাস্তায় ফেলে ডাকাতির চেষ্টা চালাচ্ছে একদল ডাকাত। এই খবর পেয়ে শালিখা থানা পুলিশের একটি টহল দল সেখানে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে শটগানে পাল্টা গুলি চালায় । গোলাগুলিতে ডাকাত দলের এক সদস্য ওবায়দুর শিকদার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এ সময় শালিখা থানা পুলিশের এসআাই নাসিরসহ ৫ পুলিশ সদস্য আহত হন। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড বন্দুকের গুলির খোসা উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শালিখা থানায় মামলা দায়ের করা হয়েছে ।
×