ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কাউন্সিলের জন্য বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানও ব্যবহারের অনুমতি পেল

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ মার্চ ২০১৬

কাউন্সিলের জন্য বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানও ব্যবহারের অনুমতি পেল

স্টাফ রিপোর্টার ॥ ১৯ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতিও পেয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে ২ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল করার অনুমতি পায় বিএনপি। এর ফলে বিএনপির কাউন্সিলের মূল ভেন্যু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলেও কাউন্সিলর ছাড়া দলের অন্য নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করার সুযোগ দেয়া হবে। এদিকে দপুরে কাউন্সিলের ভেন্যু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক বাধা-বিপত্তির মধ্যেও কাউন্সিলের কাজ এগিয়ে যাচ্ছে। ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল সফল করতে সরকারের সহযোগিতা কামনা করছি। এ কাউন্সিল রাজনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করবে, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। এ কাউন্সিলের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা নতুন করে জেগে উঠবে। ফখরুল বলেন, জাতীয় কাউন্সিলের প্রস্তুতি দেখতে সব উপ-কমিটির আহ্বায়ককে নিয়ে ভেন্যু পরিদর্শন করেছি। কাউন্সিল সফল করতে যাবতীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। এবারের কাউন্সিলে দুই হাজার ৮০০ কাউন্সিলর অংশ নেবেন বলে তিনি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেনÑ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারমম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, বিএনপির অথনৈতিকবিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুববিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, দলের নেতা শামা ওবায়েদ, রফিক শিকদার প্রমুখ। মির্জা ফখরুল বলেন, জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্থান সঙ্কুলান হবে না। তাই নেতাকর্মীরা যেন বসতে পারেন সেজন্য সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারের অনুমতি চেয়েছি আমরা। তিনি বলেন, বিএনপির জাতীয় কাউন্সিল উপলক্ষে সারাদেশে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। খালেদা জিয়ার নির্দেশে কাউন্সিল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে উপ-কমিটিগুলো। তিনি বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলর, বিদেশী মেহমান ও সাংবাদিক ছাড়া কারও জায়গা থাকবে না। অন্যরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে অবস্থান করবেন। তাদের নয়টি স্থান থেকে খাবার সরবরাহ করা হবে। আন্দোলনে ব্যর্থতা কর্মীদের নয়, কেন্দ্রীয় নেতাদেরÑ গয়েশ্বর ॥ বিগত আন্দোলনে তৃণমূল নেতাকর্মীদের কোন ব্যর্থতা নেই, ব্যর্থতা কেন্দ্রীয় নেতাদের বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমরা যে যত বড় বড় নেতা, আন্দোলন-সংগ্রামে ব্যর্থতা তত বেশি। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির জাতীয় কাউন্সিল উপলক্ষে জাসাস ঢাকা মহানগর দক্ষিণের একটি ভিডিওগানের এ্যালবাম উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন। কাউন্সিলে প্রচারের লক্ষ্যে পোস্টারে নেতাকর্মীদের নিজেদের ছবি না দেয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ব্যক্তি প্রচারে আমরা যতটা যতœবান, দলীয় আদর্শ ও কর্মসূচী বাস্তবায়নে ততটা তৎপর নই। এ অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তিনি বলেন, গণতন্ত্র ফেরাতে দেশকে নিয়ে আমরা কী ভাবছি, কাউন্সিলে তার প্রতিফলন ঘটাতে হবে। কাউন্সিলের দিকে সারাদেশের নেতাকর্মীরা তাকিয়ে রয়েছেন। তাই কাউন্সিলেই তাদের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে হবে।
×